Image

আইপিএলে কোলকাতার মেন্টর ব্রাভো

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 2 মাস আগেআপডেট: 1 সেকেন্ড আগে
আইপিএলে কোলকাতার মেন্টর ব্রাভো

আইপিএলে কোলকাতার মেন্টর ব্রাভো

আইপিএলে কোলকাতার মেন্টর ব্রাভো

ভারতের ফ্রাঞ্চাইজি লিগ আইপিএলের দল কোলকাতা নাইট রাইডার্সের মেন্টর হিসেবে নিয়োগ পেয়েছেন উইন্ডিজের তারকা অলরাউন্ডার ডোয়াইন ব্রাভো। সামনের আইপিএল আসর থেকে এ দায়িত্ব পালন করবেন তিনি। ব্রাভোর আগে এতোদিন দলটির মেন্টর ছিলেন ভারতের বর্তমান প্রধান কোচ গৌতম গম্ভীর। 

শুক্রবার এক বিবৃতি দিয়ে ডোয়াইন ব্রাভোর মেন্টর হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে কেকেআর কর্তৃপক্ষ। বৃহস্পতিবারই সব ধরনের ক্রিকেট থেকে অবসর নেন ব্রাভো। ওয়েস্ট ইন্ডিজের ২০১২ এবং ২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ী দলের সদস্য ছিলেন ব্রাভো।

কোলকাতার দায়িত্ব নিয়ে এক বিবৃতিতে ব্রাভো বলেছেন, ‘সিপিএলে ১০ বছর ধরে আমি ত্রিনবাগো নাইট রাইডার্সের সদস্য। বিভিন্ন লিগে নাইট রাইডার্সের হয়ে ও বিপক্ষে খেলেছি, তারা যেভাবে কাজ করে সেটার প্রতি আমার অনেক শ্রদ্ধা আছে।’

আইপিএলের গত আসরে চেন্নাই সুপার কিংস এবং ওয়ানডে বিশ্বকাপে আফগানিস্তানের কোচিং স্টাফে কাজ করেছেন ডোয়াইন ব্রাভো। আইপিএলে চেন্নাই সুপার কিংসের হয়ে বেশিরভাগ ম্যাচ খেলেছেন তিনি।

নাইট রাইডার্সের সিইও ভেঙ্কি মাইসোর ব্রাভোর অন্তর্ভুক্তির বিষয়ে বলেন, "ডিজে ব্রাভোর আমাদের সাথে যোগদান একটি দারুণ বিষয়। তার বিশাল অভিজ্ঞতা এবং গভীর জ্ঞান ম্যাচ জেতার জন্য আমাদের ফ্র্যাঞ্চাইজি এবং খেলোয়াড়দের ব্যাপকভাবে উপকৃত করবে।" 

ডোয়াইন ব্রাভো তার বর্ণাঢ্য ক্যারিয়ারে ৫৮২ টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। উইকেট নিয়েছেন ৬৩১ টি। রান করেছেন প্রায় ৭০০০।

Details Bottom