Image

রানের পাহাড়ে ডুবে বাংলাদেশের সিরিজ হার

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 1 সপ্তাহ আগেআপডেট: 1 সেকেন্ড আগে
রানের পাহাড়ে ডুবে বাংলাদেশের সিরিজ হার

রানের পাহাড়ে ডুবে বাংলাদেশের সিরিজ হার

রানের পাহাড়ে ডুবে বাংলাদেশের সিরিজ হার

দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে শান্ত-লিটনদের সামনে ২২২ রানের পাহাড়সম টার্গেট ছুঁড়ে দেয় ভারত। সিরিজ বাঁচাতে হলে এই ম্যাচে জিততেই হতো বাংলাদেশকে। কিন্তু টপ অর্ডারের চরম ব্যর্থতায় দিল্লি জয় করা সম্ভব হয়নি টাইগারদের। শেষ অবদি ৯ উইকেটে ১৩৫ রান করতে পারে বাংলাদেশ। সুরিয়াকুমারের দল পেল ৮৬ রানের বড় জয়।

ভারত সফরে এসে টেস্ট সিরিজের পর টি-টোয়েন্টিতেও নিশ্চিত হলো বাংলাদেশের পরাজয়। টানা দুই ম্যাচ হারের ফলে হায়দ্রাবাদে সিরিজ যাওয়ার আগেই নাজমুল হোসেন শান্তর দল ডুবল হারের লজ্জায়। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে প্রথমবারের মতো বল করা ভারতের ৭ বোলারের সবাই পেয়েছেন উইকেটের দেখা। 

২২২ রানের পাহাড়সম টার্গেট টপকাতে নেমে ওপেনার পারভেজ হোসেন ইমন করেন উড়ন্ত সূচনা। আর্শদ্বীপ সিং ইনিংসের প্রথম ওভারে ইমনের কাছে খরচ করেন ১৪ রান। তবে পরের ওভার করতে এসে উইকেট শিকার করতে ভুল করেননি। স্টাম্প ভাঙেন ১৬ রানে থাকা ইমনের। অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ইনিংসের শুরু করেন ব্যাক টু ব্যাক বাউন্ডারিতে।

ওয়াশিংটন সুন্দর নিজের তৃতীয় বলে ক্যাচ বানান ১১ রানে থাকা বাংলাদেশ অধিনায়ককে। বরুণ চক্রবর্তী অ্যাকশনে এসে প্রথম ডেলিভারিতেই বোল্ড করে দেন ১৪ রানে থাকা লিটন কুমার দাসকে। ৪২ রানের মধ্যে টপ অর্ডারের তিন ব্যাটারকে হারিয়ে চরম বিপাকে পড়ে বাংলাদেশ। ৬ ওভার শেষে বাংলাদেশের রান ৩ উইকেটে ৪৩। যেখানে প্রথম পাওয়ার প্লেতে ভারতের অবস্থা ছিল প্রায় একই; ৩ উইকেটে ৪৫ রান।

ভারত এরপর ঘুরে দাঁড়াতে পারলেও মিডল অর্ডারের ব্যর্থতায় বাংলাদেশের পক্ষে সম্ভব হয়নি। ৬ বল খেলা তাওহীদ হৃদয় প্যাভিলিয়নে ফিরে গেছেন কেবল ২ রানে। পার্ট টাইম স্পিনার অভিষেক শর্মার ডেলিভারিতে হারান স্টাম্প। দলীয় ৪৬ রানে চতুর্থ উইকেট হারায় বাংলাদেশ।

১৬ বলে ১৬ রান করে বিদায় নিয়েছেন মেহেদী হাসান মিরাজ। আগের ম্যাচে ৮ রান করা জাকের আলি অনিক এই ম্যাচে উইকেট হারান কেবল ১ রানে। বরুণ চক্রবর্তীর দ্বিতীয় শিকার ৯ রান করা রিশাদ। 

Details Bottom