Image

ছাত্র আন্দো'ল'নে নি'হত রিকশাচালককে মিরাজের সিরিজসেরার পুরস্কার উৎসর্গ

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 2 মাস আগেআপডেট: 1 সেকেন্ড আগে
ছাত্র আন্দো'ল'নে নি'হত রিকশাচালককে মিরাজের সিরিজসেরার পুরস্কার উৎসর্গ

ছাত্র আন্দো'ল'নে নি'হত রিকশাচালককে মিরাজের সিরিজসেরার পুরস্কার উৎসর্গ

ছাত্র আন্দো'ল'নে নি'হত রিকশাচালককে মিরাজের সিরিজসেরার পুরস্কার উৎসর্গ

ছাত্র আন্দো'লনে নি'হত এক রিকশা চালকের প্রতি সিরিজ সেরার পুরষ্কার উৎসর্গ করলেন মেহেদী হাসান মিরাজ। সিরিজ সেরা হয়ে পাওয়া অর্থ রিকশা চালকের পরিবারকে দেবার ঘোষণা দিয়েছেন। 

রাওয়ালপিন্ডিতে টেস্টে পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক সিরিজ জয়। দাপুটে পারফর্ম্যান্স করে মেহেদী হাসান মিরাজ জিতলেন সিরিজ সেরার পুরষ্কার। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত এক রিকশা চালকের স্মরণে মিরাজ তার পুরষ্কার উৎসর্গ করলেন। 

সিরিজসেরা হয়ে ৫ লাখ পাকিস্তানি রুপি পেয়েছিলেন, তবে সেটা তিনি দিবেন আন্দোলনে নিহত রিকশা চালকের পরিবারকে। 

সিরিজসেরা হওয়ার পর মেহেদী হাসান মিরাজ বলেন, 'দেশের বাইরে প্রথমবার সিরিজসেরা হয়েছি। এই মুহূর্ত কখনো ভুলব না। আমার এই পুরষ্কার দিতে চাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত রিকশা চালকের পরিবারকে।' 

মেহেদী হাসান মিরাজ দুই ম্যাচের টেস্ট সিরিজে রান করেছেন ১৫৫, বিপরীতে বল হাতে উইকেট শিকার করেন মোট ১০টি। দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে ২৬ রানে ৬ উইকেট হারানোর পর লিটন দাসের সঙ্গে গড়েন ঐতিহাসিক এক জুটি। মিরাজের ব্যাট থেকে আসে অনবদ্য ৭৮ রানের ইনিংস। এর সুবাদে তিনি জিতেন আরও এক পুরষ্কার, এনার্জেটিক ব্যাটার অব দ্য ম্যাচ। 

Details Bottom