গ্লোবাল সুপার লিগের চ্যাম্পিয়ন রংপুর রাইডার্স
গ্লোবাল সুপার লিগের চ্যাম্পিয়ন রংপুর রাইডার্স
গ্লোবাল সুপার লিগের চ্যাম্পিয়ন রংপুর রাইডার্স
গ্লোবাল সুপার লিগের চ্যাম্পিয়ন শিরোপা উঠল বাংলাদেশের রংপুর রাইডার্সের হাতে। গায়ানায় ফাইনালে আগে ব্যাট করতে নেমে সৌম্য সরকার, স্টেভেন টেইলরের রেকর্ড জুটিতে রংপুর সংগ্রহ পায় ১৭৮। বড় লক্ষ্য তাড়ায় নেমে রিশাদ, মেহেদীদের বোলিং ঘূর্ণির সামনে অসহায় ভিক্টোরিয়া করতে পারে কেবল ১২২। আর তাতেই রংপুরের ৫৬ রানে শিরোপা জয়।
সৌম্য সরকার ৮৬ রানের অপরাজিত ইনিংস খেলে হয়েছেন ফাইনাল সেরা ক্রিকেটার। সঙ্গে আরও দুই পুরস্কার উঠল তার হাতে, টুর্নামেন্ট সেরা ক্রিকেটারের পাশাপাশি সর্বোচ্চ রান সংগ্রাহকও হয়েছেন সৌম্য। টুর্নামেন্টে পাঁচ ম্যাচ খেলা সৌম্য ৪৭ গড়ে মোট রান করেছেন ১৮৮।
সৌম্যর এমন দাপুটে ব্যাটিংয়েই গ্লোবাল সুপার লিগের উদ্বোধনী আসরে জয় পেয়েছে রংপুর রাইডার্স। মেগা ফাইনালে অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া ক্রিকেটের বিপক্ষে টসে জিতে আগে ব্যাটিংয়ে নেমেই রংপুরের দুই ওপেনারে ব্যাটে ঝড়। স্টেভেন টেলর এবং সৌম্য সরকারের ১২৪ রানের ওপেনিং জুটি টি-টোয়েন্টিতে রংপুর রাইডার্সের সর্বোচ্চ। এদিন ভেঙেছে জহুরুল ইসলাম এবং সৌম্য সরকারের মধ্যে আগের ১০২ রানের রেকর্ড।
ইনিংসের ১৪তম ওভারের শেষ ডেলিভারিতে টেইলর ৬৮ রানে আউট হলে ভাঙে এই রেকর্ড জুটি। তিনে নামা সাইফ হাসান ৬ রানের বেশি করতে করতে পারেননি। ব্যর্থ হয়েছে ওয়েইন ম্যাডসেনও, ১০ রান করতেই হারান উইকেট। এরপর অধিনায়ক নুরুল হাসান সোহান এসে সৌম্য সরকারের সঙ্গী হন।
৩৩ বলে পঞ্চাশ পূর্ণ করা সৌম্য এরপর আরও আগ্রাসী হন ভিক্টোরিয়ার বোলারদের উপর। শেষ অবদি একা হাতে তান্ডব চালিয়ে দলের সংগ্রহ ১৭৮ রানে পৌঁছে দেন। ৫৪ বল খেলা সৌম্য তার ৮৬ রানের অতিমানবীয় ইনিংস সাজান ৭ চার ও ৫ ছক্কায়।
১৭৯ রানের পাহাড়সম লক্ষ্য টপকাতে নেমে ইনিংসের ৪র্থ ওভারে প্রথম উইকেট হারায় ভিক্টোরিয়া। রংপুরকে উইকেট উদযাপনের মুহূর্ত এনে দেন কামরুল ইসলাম রাব্বি। এরপর রিশাদ হোসেন, শেখ মেহেদী, সাইফ হাসানদের স্পিন ঘূর্ণিতে বিপর্যস্ত হয় ভিক্টোরিয়ার ব্যাটিং অর্ডার। একের পর এক উইকেট হারিয়ে ১৮.১ ওভারে ভিক্টরিয়া গুটিয়ে যায় কেবল ১২২ রানে।
২টি করে উইকেট দখলে নিয়েছেন মেহেদী হাসান, রিশাদ হোসেন ও সাইফ হাসান। পেসার কামরুল ইসলাম রাব্বি পান ১ উইকেট। তবে সর্বোচ্চ ৩ উইকেট শিকার করেন হারমীত সিং।