সিরিজ বাঁচাতে আগে ব্যাটিংয়ে বাংলাদেশ, খেলছেন শরিফুল
সিরিজ বাঁচাতে আগে ব্যাটিংয়ে বাংলাদেশ, খেলছেন শরিফুল
সিরিজ বাঁচাতে আগে ব্যাটিংয়ে বাংলাদেশ, খেলছেন শরিফুল
প্রথম ওয়ানডেতে ৫ উইকেটের জয়ে সিরিজে এগিয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। প্রথম ম্যাচে হারের পর বাংলাদেশের সামনে জয়ের বিকল্প নেই। সেন্ট কিটসের ওয়ার্নার পার্কে টসে জিতে আগে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক শাই হোপ। তাসকিন আহমেদের জায়গায় খেলছেন শরিফুল ইসলাম।
প্রথম ওয়ানডের মতোই বাংলাদেশ খেলছে তিনজন পেসার ও দুজন স্পিনার নিয়ে। তবে দুই দলেরই সেরা একাদশে এসেছে একটি করে পরিবর্তন। পেসার তাসকিন আহমেদকে বিশ্রাম দেওয়া হয়েছে। তার জায়গায় খেলছেন শরিফুল ইসলাম।
ওয়েস্ট ইন্ডিজের জার্সিতে পেসার মারকুইনো মাইন্ডলের অভিষেক। উইন্ডিজের ঘরোয়া টুর্নামেন্ট সুপার৫০'এ পারফর্ম করার পুরস্কার পেলেন মারকুইনো। তাকে সুযোগ দিতে সেরা একাদশে জায়গা হারালেন আলজারি জোসেফ।
সর্বশেষ দুটি ওয়েস্ট ইন্ডিজ সফরেই ওয়ানডে সিরিজ জিতেছিল টাইগাররা। বাংলাদেশের কাছে টানা ১১ ওয়ানডে হারের পর সবশেষ ম্যাচে জিতল ওয়েস্ট ইন্ডিজ। ২৯৪ রান করেও ২.২ ওভার বাকি থাকতে ৫ উইকেটের হার মিরাজদের। তিন ওয়ানডের সিরিজে ওয়েস্ট ইন্ডিজ এগিয়ে ১–০ তে।
বাংলাদেশ একাদশ-তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, লিটন দাস (উইকেটরক্ষক), আফিফ হোসেন ধ্রুব, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), জাকের আলি অনিক, রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব, শরিফুল ইসলাম, নাহিদ রানা।
ওয়েস্ট ইন্ডিজ একাদশ- ব্র্যান্ডন কিং, এভিন লুইস, কেসি কার্টি, শাই হোপ (অধিনায়ক, উইকেটরক্ষক), শেরফানে রাদারফোর্ড, জাস্টিন গ্রিভস, রোস্টন চেজ, রোমারিও শেফার্ড, গুদাকেশ মতি, জেয়ডেন সিলস, মারকুইনো মাইন্ডলে।