ইংল্যান্ড সফরে শ্রীলঙ্কার কোচ ইয়ান বেল
ইংল্যান্ড সফরে শ্রীলঙ্কার কোচ ইয়ান বেল
ইংল্যান্ড সফরে শ্রীলঙ্কার কোচ ইয়ান বেল
ইংল্যান্ড সফরের জন্য শ্রীলঙ্কার কোচিং স্টাফ হিসেবে যোগ দেবেন সাবেক ইংল্যান্ড ক্রিকেটার ইয়ান বেল। এ মাসে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ শুরু শ্রীলঙ্কার। শ্রীলঙ্কা এবারের ইংল্যান্ড সফরে তিনটি টেস্ট ম্যাচ খেলবে। বেলের ব্যাপক অভিজ্ঞতা থেকে আসন্ন সিরিজে শ্রীলঙ্কা উপকৃত হবে।
ম্যানচেস্টারে ২১ আগস্ট শুরু হবে সিরিজের প্রথম টেস্ট। ইংল্যান্ডের বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজে শ্রীলঙ্কার কোচিং স্টাফের অংশ হতে যাচ্ছেন ইয়ান বেল। বেলের অন্তর্ভুক্তি ইংলিশ পিচ এবং আবহাওয়া সম্পর্কে মূল্যবান অন্তর্দৃষ্টি নিয়ে আসবে বলে আশা করা হচ্ছে, শ্রীলঙ্কার প্রস্তুতিতে সাহায্য করবে।
২১ আগস্ট প্রথম টেস্টের পর ২৯ আগস্ট লর্ডসে শুরু হবে দ্বিতীয় টেস্ট। ৬ সেপ্টেম্বর ওভালে তৃতীয় টেস্ট দিয়ে শেষ হবে এ সিরিজ। সিরিজটি টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্ভূক্ত। এই পুরো সিরিজ জুড়েই লঙ্কান স্কোয়াডের সাথে কাজ করবেন বেল।
শ্রীলঙ্কার ১৮ সদস্যদের টেস্ট দল:
ধনঞ্জয়া ডি সিলভা (অধিনায়ক), দিমুথ করুনারত্নে, নিশান মাদুশকা, পাথুম নিসাঙ্কা, কুশল মেন্ডিস (সহ-অধিনায়ক), অ্যাঞ্জেলো ম্যাথুস, দিনেশ চান্দিমাল, কামিন্দু মেন্ডিস, সাদিরা সামারাবিক্রমা, আসিথা ফার্নান্দো, বিশ্ব ফার্নান্দো, কাসুন রাজিথা, লাহিরু কুমারা, নিসালা থারাকা, প্রবাথ জয়সুরিয়া, রমেশ মেন্ডিস, জেফ্রি ভ্যান্ডারসে, মিলান রত্নায়েক।
ইংল্যান্ডের ১৪ সদস্যের টেস্ট দল:
বেন স্টোকস (অধিনায়ক), বেন ডাকেট, ড্যান লরেন্স, ওলি পোপ, জো রুট, হ্যারি ব্রুক, জর্ডান কক্স, জেমি স্মিথ, ক্রিস ওকস, মার্ক উড, গাস অ্যাটকিনসন, শোয়েব বশির, ম্যাথু পটস ও ওলি স্টোন।