Image

অস্ট্রেলিয়ায় পাকিস্তান শাহীনসের কাছে পাত্তা পেলনা বাংলাদেশ এইচপি দল

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 4 মাস আগেআপডেট: 1 সেকেন্ড আগে
অস্ট্রেলিয়ায় পাকিস্তান শাহীনসের কাছে পাত্তা পেলনা বাংলাদেশ এইচপি দল

অস্ট্রেলিয়ায় পাকিস্তান শাহীনসের কাছে পাত্তা পেলনা বাংলাদেশ এইচপি দল

অস্ট্রেলিয়ায় পাকিস্তান শাহীনসের কাছে পাত্তা পেলনা বাংলাদেশ এইচপি দল

বাংলাদেশ হাই পারফরম্যান্স দল (এইচপি দল) অস্ট্রেলিয়া সফরে গেছে তিন ফরম্যাটের সিরিজ খেলতে। যেখানে শুরুতেই হার দেখতে হয়েছে। ডারউইনে ১৯-২২ জুলাই মাঠে গড়ানো ৪ দিনের ম্যাচে পাকিস্তান শাহীনসের বিপক্ষে ১৪৮ রানের হার সঙ্গী হয়েছে শাহাদাত হোসেন দিপুর দলের। 

ডারউইনের মারারা ওভালে টসে জিতে আগে পাকিস্তান শাহীনসকে ব্যাট করতে পাঠায় বাংলাদেশ এইচপি দল। ওপেনার মুহাম্মদ হুরাইরা ২৪৭ বলে ২১৮ রানের অনবদ্য এক ইনিংস খেলেন। অপর ওপেনার অধিনায়ক শাহিবজাদা ফারহান ৬৬ রান করেন। তিনে নামা উমর আমিন ৫৪ রান করে আউট হন। তবে কামরান গুলাম ঠিক ১০০ রান করে অপরাজিত থাকেন। 

১ম ইনিংসে ৩ উইকেটে ৪৬৭ রান করে ইনিংস ঘোষণা করে পাকিস্তান শাহীনস। ৩ উইকেটের মধ্যে ২ টি নেন রিপন মন্ডল, ১ টি শিকার হাসান মুরাদের। 

জবাবে প্রথম ইনিংসে মাত্র ২৬৬ রানেই গুটিয়ে যায় বাংলাদেশ এইচপির ইনিংস। দলের পক্ষে সর্বোচ্চ ৮৮ রান করেন ওপেনার সাদমান ইসলাম। চারে নেমে ৭০ রানের ইনিংস খেলেন আইচ মোল্লা। পাঁচে নামা অধিনায়ক শাহাদাত হোসেন দিপু ৩৬ রানে অপরাজিত থাকেন বটে, তবে সঙ্গী পাননি। পাকিস্তান শাহীনসের পক্ষে ৬ উইকেট নেন খুররম শেহজাদ। ২ টি উইকেট নেন মোহাম্মদ আলি, ১ টি শিকার শাহনেওয়াজ দাহানির। 

২০১ রানে এগিয়ে থাকা পাকিস্তান শাহীনসের ২য় ইনিংসের শুরু ভালো হয়নি। হাসিবুল্লাহ খান শুন্য হাতে ফেরেন, শাহিবজাদা ফারহান ৮ রান করে আউট হন। তবে এরপর ওমের ইউসুফের হার না মানা সেঞ্চুরি (১০০*), মুবাশির খানের ৯৫ রানে ৪৭.২ ওভারে ৩ উইকেটে ২২৬ রান তুলে ইনিংস ঘোষণা করে পাকিস্তান শাহীনস। ১ টি করে উইকেট নেন রিপন মন্ডল, রেজাউর রহমান রাজা ও মুকিদুল ইসলাম মুগ্ধ। 

৪২৮ রানের লক্ষ্যে ২য় ইনিংসে ব্যাট করে বাংলাদেশ এইচপি দল। ওপেনার পারভেজ হোসেন ইমন ৫৭ রান করেন, নে নামা অমিত হাসান খেলেন ৭১ রানের ইনিংস। এছাড়া অধিনায়ক দিপু ৪২, রিপন মন্ডল ৪৩* রান করেন। তবে ৮৬.২ ওভারে ২৭৯ রানে গুটিয়ে যায় দল। 

১৪৮ রানের পরাজয় সঙ্গী হয় দলের। পাকিস্তান শাহীনসকে জয় এনে দিতে ২য় ইনিংসে ৪ উইকেট নেন মেহরান মুমতাজ, ৩ উইকেট নেন শাহনেওয়াজ দাহানি।

আগামী ২৬ জুলাই বাংলাদেশ সময় সকাল ৭ টায় ডারউইনে পাকিস্তান শাহীনসের বিপক্ষে ২য় ৪ দিনের ম্যাচে লড়বে বাংলাদেশ এইচপি দল।

Details Bottom