Image

নীরবতা ভাঙলেন মিলার, 'সোশ্যাল মিডিয়ার খবর ভু'য়া'

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 4 মাস আগেআপডেট: 1 সেকেন্ড আগে
নীরবতা ভাঙলেন মিলার, 'সোশ্যাল মিডিয়ার খবর ভু'য়া'

নীরবতা ভাঙলেন মিলার, 'সোশ্যাল মিডিয়ার খবর ভু'য়া'

নীরবতা ভাঙলেন মিলার, 'সোশ্যাল মিডিয়ার খবর ভু'য়া'

ডেভিড মিলার সামনে থেকে দক্ষিণ আফ্রিকানদের আরও একটি স্বপ্ন ভেঙে যেতে দেখেছেন। বেদনার ক্ষত শুকায়নি এখনও, কমেনি যন্ত্রণা, ভেঙে পড়া 'কিলার মিলার আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে থেকে অবসরের গুঞ্জন উড়িয়ে জানালেন, সেরাটা এখনো বাকি রয়েছে। সংক্ষিপ্ত ফরম্যাটে দক্ষিণ আফ্রিকার হয়ে খেলা চালিয়ে যাবেন।

বার্বাডোসে ২৯ জুন বিশ্বকাপ ফাইনালে ভারতের কাছে মাত্র ৭ রানে হারতে হয় দক্ষিণ আফ্রিকাকে। এরপর বিভিন্ন সংবাদমাধ্যমে ছড়ায় ডেভিড মিলারের অবসরের কথা। মিলারকে এবার নিশ্চিত করতে হচ্ছে, সোশ্যাল মিডিয়ার রিপোর্টগুলো ভুয়া। 

অনেকেই মনে করতে থাকেন, দক্ষিণ আফ্রিকাকে চ্যাম্পিয়ন করতে ব্যর্থ ডেভিড মিলার টি-টোয়েন্টি ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। ডেভিড মিলার নীরবতা ভাঙলেন, ইনস্টাগ্রাম স্টোরিতে ডেভিড মিলার তার অবসরের খবরটি ভুয়া বলে নিশ্চিত করেছেন। বলেছেন, 'ভালো ফলাফল আসতে এখনো দেরি আছে'।

ফাইনালে সেদিন সাত নম্বরে ব্যাট করা ডেভিড মিলার ভারতীয় বোলারদের ওপর চাপ সৃষ্টি করেছিলেন। তবে ১৯.১ ওভারে হার্দিক পান্ডিয়ার বলে ডেভিড মিলারের অবিশ্বাস্য ক্যাচ নিয়ে খেলা ঘুরিয়ে দেন সুরিয়াকুমার যাদব। মিলার প্যাভিলিয়নে ফেরার পর দক্ষিণ আফ্রিকা আর জিততে পারেনি। 

ভারতের বিরুদ্ধে বিশ্বকাপ ফাইনালে হার তাঁকে পুরোপুরি ভেঙে দিয়েছে। এরমাঝেই সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ছড়িয়ে যায় মিলারকে নিয়ে অবসরের গুঞ্জন। ৩৫ বছর বয়সী এই তারকা পরিষ্কার করলেন নিজের অবস্থান। রটনা যে একেবারেই সত্যি নয় তা নিশ্চিত করে দিয়েছেন। পাশাপাশি তিনি জানিয়ে দিয়েছেন তাঁর সেরাটা এখনো আসা বাকি রয়েছে।

Details Bottom
Details ad One
Details Two
Details Three