Image

গুজরাটের বিপক্ষে মুস্তাফিজের রোল হবে ইমপ্যাক্ট প্লেয়ারের

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 7 মাস আগেআপডেট: 1 সেকেন্ড আগে
গুজরাটের বিপক্ষে মুস্তাফিজের রোল হবে ইমপ্যাক্ট প্লেয়ারের

গুজরাটের বিপক্ষে মুস্তাফিজের রোল হবে ইমপ্যাক্ট প্লেয়ারের

গুজরাটের বিপক্ষে মুস্তাফিজের রোল হবে ইমপ্যাক্ট প্লেয়ারের

১০ দলের আইপিএলে এই মুহূর্তে দুই নম্বরে অবস্থান চেন্নাই সুপার কিংসের (সিএসকে)। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর বিপক্ষে প্রথম ম্যাচে জয়ের দেখা পেয়েছে সিএসকে, যেখানে দাপুটে বোলিং করে ম্যাচসেরা হয়েছেন বাংলাদেশের মুস্তাফিজুর রহমান। 

৮ বল ও ৬ উইকেট হাতে রেখে জয় পাওয়া চেন্নাই সুপার কিংসের হয়ে আইপিএল অভিষেকে ৪ উইকেট নিয়ে আলোচনায় দ্য ফিজ। 

 

চেন্নাইয়ে ২৬ মার্চ গুজরাট টাইটান্সের মুখোমুখি হবে চেন্নাই। সেই ম্যাচে মুস্তাফিজ একাদশে জায়গা পাবেন কিনা সেই প্রশ্ন আসছে, শ্রীলঙ্কান মাথিশা পাথিরানা চেন্নাই শিবিরে যোগ দেওয়াতে। 

তবে আগের ম্যাচের পারফরম্যান্স বিবেচনায় ও চেন্নাইয়ে ম্যাচ আমলে রেখে মুস্তাফিজুর রহমানই এগিয়ে থাকবেন। তাছাড়া ইনজুরি থেকে ফেরা পাথিরানাকে দ্রুতই ম্যাচ সিনারিওতে নামাতে চাইবে না চেন্নাই। 

তবে গুজরাট টাইটান্সের বিপক্ষে ম্যাচে মুস্তাফিজুর রহমান চেন্নাই একাদশে আসতে পারেন ইমপ্যাক্ট প্লেয়ার হিসাবে। চেন্নাই সুপার কিংস আগে ব্যাট করলে শিবাম দুবের জায়গায় বোলিংয়ের সময় আসতে পারেন মুস্তাফিজ। এবং চেন্নাই আগে বোলিং করলে মুস্তাফিজ শুরু থেকেই একাদশে থাকবেন, ব্যাটিংয়ের সময় তাঁর জায়গা নিবেন শিবাম দুবে। 

চেন্নাইয়ে ২৬ মার্চ বাংলাদেশ সময় রাত ৮ টায় গুজরাট টাইটান্সের বিপক্ষে লড়বে চেন্নাই সুপার কিংস। যেখানে বাংলাদেশের ভক্ত-সমর্থকদের চোখ থাকবে মুস্তাফিজের পারফরম্যান্সের দিকে। 

Details Bottom
Details ad One
Details Two
Details Three