পাকিস্তানের ১২ ক্রিকেটারকে এনওসি দিয়েছে পিসিবি
- 1
যাকে সরানো হলো ‘অযোগ্য’ বলে, পরামর্শ নিতে হলো ‘অপরিহার্য’ জেনে
- 2
বিসিবি নির্বাচন, ফিক্সিং ইঙ্গিত ও ক্রীড়া উপদেষ্টার ‘সীমিত হস্তক্ষেপ’: আড়ালের গল্প কী?
- 3
আইপিএলের রঙ্গমঞ্চে গেইলের শেষ অঙ্কটা বিষাদের
- 4
বিসিবি নির্বাচনে অংশ নেবেন তামিম, সরে দাঁড়ালেন আকরাম খান
- 5
সীমিত সুযোগ, বড় স্বপ্ন: নেপালের তৃণমূল ক্রিকেটে চান্দ্রগিরির নীরব বিপ্লব

পাকিস্তানের ১২ ক্রিকেটারকে এনওসি দিয়েছে পিসিবি
পাকিস্তানের ১২ ক্রিকেটারকে এনওসি দিয়েছে পিসিবি
পাকিস্তানের ১২ ক্রিকেটারকে এনওসি দিয়েছে পিসিবি
পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ১২ জন ক্রিকেটারকে অনাপত্তি পত্র (এনওসি) দিয়েছে। তাদেরকে আন্তর্জাতিক লিগ এবং টুর্নামেন্টে অংশগ্রহণের অনুমতি দিয়েছে।
পাকিস্তানের তারকা ব্যাটার ফখর জামান ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে যোগ দেবেন, যা ২৯শে আগস্ট থেকে ৬ই অক্টোবর পর্যন্ত হবে। বাঁহাতি পেসার মোহাম্মদ আমির ৪ জুলাই থেকে ২০শে জুলাই পর্যন্ত কাউন্টি ক্রিকেট খেলবেন।
মিস্ট্রি স্পিনার আবরার আহমেদ ৪ জুলাই থেকে ২৮ জুলাই পর্যন্ত মেজর লিগ ক্রিকেটে অংশগ্রহণ করার কথা রয়েছে। পেসার হারিস রউফও একই সময়ে অ্যাকশনে থাকবেন, এবং জামান খান টুর্নামেন্টে তাদের সাথে যোগ দিতে চলেছেন।
মোহাম্মদ হারিস, মোহাম্মদ হাসনাইন (একজন অ-কেন্দ্রীয় চুক্তিবদ্ধ খেলোয়াড়), সালমান আলী আগা, এবং শাদাব খান সকলেই ১লা জুলাই থেকে ২১শে জুলাই পর্যন্ত লঙ্কা প্রিমিয়ার লিগে অংশগ্রহণ করবেন।
শারজিল খান এবং শোয়াইব মাকসুদ কিংবদন্তিদের ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ খেলবেন। উসামা মীর ২৩শে জুলাই থেকে ২০শে আগস্ট পর্যন্ত নির্ধারিত দ্য হান্ড্রেড-এ প্রতিদ্বন্দ্বিতা করবেন।