আবার ফিরছে চ্যাম্পিয়ন্স লিগ টি-টোয়েন্টি
আবার ফিরছে চ্যাম্পিয়ন্স লিগ টি-টোয়েন্টি
আবার ফিরছে চ্যাম্পিয়ন্স লিগ টি-টোয়েন্টি
চ্যাম্পিয়ন্স লিগ টি-টোয়েন্টি’র (সিএল টি-টোয়েন্টি) সর্বশেষ আসর হয়েছে ১০ বছর আগে। আবারো আলোচনা উঠেছে এই টুর্নামেন্ট নিয়ে। অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ও ভারত মিলে আলাপচারিতা করছে– এই লিগ ফিরিয়ে আনা যায় কি না, তা নিয়ে। আলোচনার শীর্ষে আছেন ক্রিকেট ভিক্টোরিয়ার প্রধান নির্বাহী নিক কামিন্স। যিনি প্রধান চ্যালেঞ্জ দেখছেন, ক্রিকেটের এই ব্যস্ত সূচিতে ফাঁকা কোনো ‘উইন্ডো’ খোলা আছে কি না।
মুম্বাইয়ে একটি অনুষ্ঠানে মঙ্গলবার (২ এপ্রিল) কথা বলেছেন কামিন্স। তিনি বলেন, “আমার মনে হয়, চ্যাম্পিয়ন্স লিগ সময়ের থেকে বেশ এগিয়ে ছিল। সেসময় টি-টোয়েন্টি ক্রিকেট খুব বেশি পরিণত ছিল না। মনে হয় এখন সেটা আছে।”
“আমি জানি ক্রিকেট অস্ট্রেলিয়া, ইসিবি ও বিসিসিআই এর মধ্যে বেশ আলোচনা হচ্ছে চ্যাম্পিয়ন্স লিগ নিয়ে।”
ভারতে ২০১৪ সালে সর্বশেষ সিএল টি-টোয়েন্টি অনুষ্ঠিত হয়েছে। বেঙ্গালুরুতে কোলকাতা নাইট রাইডার্সকে হারিয়ে ফাইনালে শিরোপা জিতেছিল চেন্নাই সুপার কিংস। এই টুর্নামেন্টে ৩ টি দল ছিল ভারত থেকে, দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়া থেকে ২ টি এবং পাকিস্তান, নিউজিল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ থেকে ১ টি করে দল ছিল।
২০০৯ থেকে ২০১৪ সাল পর্যন্ত প্রতি বছর একবার করে এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। ৪ বার ভারতে, ২ বার দক্ষিণ আফ্রিকা আয়োজন করে। চেন্নাই সুপার কিংস ও মুম্বাই ইন্ডিয়ান্স দুইবার শিরোপা অর্জন করে। নিউ সাউথ ওয়েলস ও সিডনি সিক্সার্স নিয়েছে একবার করে।
কামিন্স বলছেন, ফুটবলের মতো ক্লাব ঘরানার ক্রিকেট আয়োজনের প্রতি নজর দিতে। যেখানে ক্লাব ও আন্তর্জাতিক দুইয়ের সমন্বয় তৈরি হবে। ভিক্টোরিয়ার এই প্রধান নির্বাহী আরো বলেন, “বাস্তবতা হচ্ছে, এমন কোনো টি-টোয়েন্টি প্রতিযোগিতা নেই, যেখানে বিশ্বের সেরা খেলোয়াড়েরা খেলছে। চ্যাম্পিয়ন্স লিগ সেটাই করে দেখাবে। কোনো প্রতিযোগিতায় ভারতীয় খেলোয়াড় নেই। আইপিএলে নেই পাকিস্তানি ক্রিকেটার। তো আসলে কোনো প্রতিযোগিতা নেই, যেখানে সেরা খেলোয়াড়েরা খেলছে। চ্যাম্পিয়ন্স লিগ একটা উপায় হতে পারে সেরাদের একে অপরের বিপক্ষে খেলার।”