লর্ডস টেস্টের পর ইংল্যান্ড দলে মেন্টরের ভূমিকায় জেমস অ্যান্ডারসন
- 1
যাকে সরানো হলো ‘অযোগ্য’ বলে, পরামর্শ নিতে হলো ‘অপরিহার্য’ জেনে
- 2
বিসিবি নির্বাচন, ফিক্সিং ইঙ্গিত ও ক্রীড়া উপদেষ্টার ‘সীমিত হস্তক্ষেপ’: আড়ালের গল্প কী?
- 3
আইপিএলের রঙ্গমঞ্চে গেইলের শেষ অঙ্কটা বিষাদের
- 4
বিসিবি নির্বাচনে অংশ নেবেন তামিম, সরে দাঁড়ালেন আকরাম খান
- 5
সীমিত সুযোগ, বড় স্বপ্ন: নেপালের তৃণমূল ক্রিকেটে চান্দ্রগিরির নীরব বিপ্লব

লর্ডস টেস্টের পর ইংল্যান্ড দলে মেন্টরের ভূমিকায় জেমস অ্যান্ডারসন
লর্ডস টেস্টের পর ইংল্যান্ড দলে মেন্টরের ভূমিকায় জেমস অ্যান্ডারসন
জেমস অ্যান্ডারসন, নাম টা ইংল্যান্ড টেস্ট দলের অবিচ্ছেদ্য অংশ কিন্তু বিচ্ছেদ আসন্ন। আগামী ১০ জুলাই ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজের প্রথম টেস্টে ২১ বছরের খেলোয়াড়ি জীবনের ইতি টানবেন অ্যান্ডারসন। তবে অবিচ্ছেদ্য অংশের মত ভিন্ন ভূমিকায় থাকবেন দলের সঙ্গে।
৪১ বছর বয়সী জেমস অ্যান্ডারসন টেস্ট ক্রিকেট থেকে অবসর নেয়ার পরেও তাকে দেখা যাবে দলের সাথে। অবসরের পর ইংল্যান্ডের ফাস্ট বোলারদের মেন্টর বা পরামর্শকের ভূমিকা পালন করবেন অ্যান্ডারসন। ইংল্যান্ড ক্রিকেট দলের ম্যানেজিং ডিরেক্টর রব কি সোমবার খবরটি নিশ্চিত করেছেন।
রব কি এ বিষয়ে বলেন, ‘লর্ডস টেস্টের পরেও জিমি অ্যান্ডারসন আমাদের দলের সঙ্গে থেকে যাবে। সে মেন্টর বা পরামর্শক হিসেবে দলকে সাহায্য করবে। ইংলিশ ক্রিকেটকে তার অনেক কিছুই দেওয়ার আছে। আমরা সেই সম্ভাবনার মৃত্যু চাই না।’
অ্যান্ডারসন মেন্টরের কাজ করতে রাজি হয়েছেন বলে রব কি আরো জানান, ‘আমরা যখন তাকে এ ব্যাপারে জিজ্ঞেস করি, সে খুব আগ্রহ দেখিয়েছে। ভবিষ্যতে করার মতো অনেক কিছুই আছে তার জন্য। সে যদি খেলাটার সঙ্গে থেকে যায়, তবে ইংলিশ ক্রিকেট নিজেদের ভাগ্যবান ভাবতেই পারে।’
জেমস অ্যান্ডারসন টেস্ট খেলেছেন মোট ১৮৭ টি। টেস্ট ক্রিকেটে প্রথম পেসার ও সব মিলিয়ে তৃতীয় বোলার হিসেবে ৭০০ উইকেটের মাইলফলক ছুঁয়েছেন তিনি।
টেস্ট ক্রিকেট ছাড়লেও তিনি প্রথম শ্রেণির ক্রিকেটও ছাড়বেন কি না, সেটা অবশ্য জানা যায়নি। রব কি জানালেন লর্ডস টেস্টের পরেই এ বিষয়ে সিদ্ধান্ত নিতে পারেন অ্যান্ডারসন, ‘সে ল্যাঙ্কাশায়ারের হয়ে খেলবে কি খেলবে না, সে বিষয়ে লর্ডস টেস্টের পরেই সিদ্ধান্ত নেবে।’