Image

বিপিএল ড্রাফটে শান্ত-লিটন ছাড়াও যাদের দিকে নজর থাকবে

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 3 মাস আগেআপডেট: 1 সেকেন্ড আগে
বিপিএল ড্রাফটে শান্ত-লিটন ছাড়াও যাদের দিকে নজর থাকবে

বিপিএল ড্রাফটে শান্ত-লিটন ছাড়াও যাদের দিকে নজর থাকবে

বিপিএল ড্রাফটে শান্ত-লিটন ছাড়াও যাদের দিকে নজর থাকবে

আজ (১৪ অক্টোবর) হবে বিপিএল (বাংলাদেশ প্রিমিয়ার লিগ) এর ১১ তম আসরের প্লেয়ার্স ড্রাফট। যেখানে ৭ ফ্র্যাঞ্চাইজি ড্রাফটে থাকা ক্রিকেটারদের দলে ভেড়াবেন। 

বেশ কিছু তারকা বাংলাদেশি ক্রিকেটার ইতোমধ্যেই রিটেনশন ও ডিরেক্ট সাইনিংয়ে দল পেয়েছেন। তবে দল পাননি এমন তারকা ক্রিকেটারও আছেন। তাঁদের দিকেই চোখ থাকবে সবার। 

৬০ লাখ বাংলাদেশি টাকার ক্যাটাগরি এ তে থাকা লিটন দাস, মাহমুদউল্লাহ রিয়াদ, নাজমুল হোসেন শান্ত, তাসকিন আহমেদ ও রিশাদ হোসেন থাকবেন সবার আগ্রহের কেন্দ্রে। 

এছাড়া ৪০ লাখ বাংলাদেশি টাকার ক্যাটাগরি 'বি' তে হাসান মাহমুদ, মাশরাফি বিন মর্তুজা, শামীম পাটোয়ারি, পারভেজ হোসেন ইমন, তানভীর ইসলামদের নাম উঠবে ড্রাফটে। 

২৫ লাখ টাকার ক্যাটাগরি 'সি' তে উল্লেখযোগ্য নাম- আবু হায়দার রনি, এবাদত হোসেন, ইমরুল কায়েস, মাহমুদুল হাসান জয়, মোহাম্মদ মিঠুন, সাইফ হাসান, মুমিনুল হক, মোসাদ্দেক হোসেন সৈকত, নাহিদ রানা, নাইম শেখ, সৌম্য সরকার, সৈয়দ খালেদ আহমেদ, তাইজুল ইসলাম, ইয়াসির আলি চৌধুরী রাব্বি। 

২০ লাখ টাকার ক্যাটাগরি 'ডি' তে থাকা ২৮ জনের মধ্যে দল পেয়েছেন কেবল জিশান আলম। ১৫ লাখ টাকার ক্যাটাগরি 'ই' তে ৫১ ও ১০ লাখ টাকার ক্যাটাগরি 'এফ' এ থাকা ৭৩ জনের কেউই ড্রাফটের আগে দল পাননি। সবাইই তাকিয়ে থাকবেন ড্রাফটের দিকে। 

রিটেইনড ক্রিকেটার- 

ফরচুন বরিশাল-তামিম ইকবাল (৬০ লাখ টাকা) ও মুশফিকুর রহিম (৬০ লাখ টাকা)। 

সিলেট স্ট্রাইকার্স-তানজিম হাসান সাকিব (৪০ লাখ টাকা) ও জাকির হাসান (২৫ লাখ টাকা)। 

খুলনা টাইগার্স- নাসুম আহমেদ (২৫ লাখ টাকা) ও আফিফ হোসেন (৪০ লাখ টাকা)। 

রংপুর রাইডার্স-নুরুল হাসান সোহান (৪০ লাখ টাকা), শেখ মেহেদী হাসান (৪০ লাখ টাকা)। 

ডিরেক্ট সাইনিংয়ে দল পাওয়া ক্রিকেটার (বাংলাদেশি)- 

ঢাকা ক্যাপিটালস-মুস্তাফিজুর রহমান (৬০ লাখ টাকা), তানজিদ হাসান তামিম (৪০ লাখ টাকা)। 

চিটাগং কিংস-সাকিব আল হাসান (৬০ লাখ টাকা), শরিফুল ইসলাম (৬০ লাখ টাকা)। 

ফরচুন বরিশাল-তাওহীদ হৃদয় (৬০ লাখ টাকা)। 

সিলেট স্ট্রাইকার্স-জাকের আলি অনিক (৪০ লাখ টাকা)। 

খুলনা টাইগার্স- মেহেদী হাসান মিরাজ (৬০ লাখ টাকা)। 

রংপুর রাইডার্স- মোহাম্মদ সাইফউদ্দিন (২৫ লাখ টাকা)। 

দুর্বার রাজশাহী-এনামুল হক বিজয় (৪০ লাখ টাকা), জিশান আলম (২০ লাখ টাকা)। 

এছাড়া সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে বিসিবি (বাংলাদেশ ক্রিকেট বোর্ড) নিশ্চিত করেছে চিটাগং কিংস ৬ বিদেশি ক্রিকেটার ডিরেক্ট সাইনিংয়ে দলে ভিড়িয়েছে।

চিটাগং কিংসের বিদেশি ডিরেক্ট সাইনিং-মইন আলি (ইংল্যান্ড), উসমান খান (পাকিস্তান), হায়দার আলি (পাকিস্তান), অ্যাঞ্জেলো ম্যাথুস (শ্রীলঙ্কা), মোহাম্মদ ওয়াসিম জুনিয়র (পাকিস্তান) ও বিনুরা ফার্নান্দো (শ্রীলঙ্কা)। 

Details Bottom
Details ad One
Details Two
Details Three