Image

এই তাহলে শান্তদের সেই 'ভিন্ন অ্যাপ্রোচ'?

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 1 মাস আগেআপডেট: 1 সেকেন্ড আগে
এই তাহলে শান্তদের সেই 'ভিন্ন অ্যাপ্রোচ'?

এই তাহলে শান্তদের সেই 'ভিন্ন অ্যাপ্রোচ'?

এই তাহলে শান্তদের সেই 'ভিন্ন অ্যাপ্রোচ'?

দু'দিন আগেই অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বলেছিলেন, ভারত সিরিজে ভিন্ন অ্যাপ্রোচে খেলবে বাংলাদেশ দল। কিন্তু মাঠে দেখা গেলো সেই চিরাচরিত পুরনো দৃশ্যই। যেখানে টপ-অর্ডার ব্যাটাররা ব্যর্থ, হাল ধরতে পারেনি মিডল আর লোয়ার অর্ডারও। তাহলে খেলোয়াড়দের সেই 'ভিন্ন অ্যাপ্রোচ' কবে দেখতে পারবে ভক্ত-সমর্থকরা? 

ভারতের বিপক্ষে হেরে সংবাদ সম্মেলনে বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত জানিয়েছেন অ্যাপ্রোচের কথা। তিনি বলেন, "আমি যে অ্যাপ্রোচের কথা বলেছিলাম সেখানে শুরুটা অনেক গুরুত্বপূর্ণ। প্রথম ৬ ওভারে আমরা উইকেট দিব না এবং রান করব। অন্যথায় পরে যারা ব্যাট করে তাদের জন্য অনেক চ্যালেঞ্জিং হবে। এখানে অনেক দিন থেকেই আমরা সংগ্রাম করছি, যারা এই জায়গায় ব্যাট করে তাদের অনেক ভালোভাবে দায়িত্ব নিতে হবে।"

অনেকদিন ধরেই টি-টোয়েন্টি ফরম্যাটে যাচ্ছেতাই অবস্থা বাংলাদেশের। খেলোয়াদের ভালো না করার পেছনে ঘাটতিগুলো কী কী? এমন প্রশ্নের উত্তরে শান্ত বলেন,

"কোনো প্লেয়ারকে নিয়ে বলতে চাইনা। ওভারল পুরো ব্যাটিং ইউনিটে আমরা আজকে সবাই ভালো ব্যাটিং করিনি। অবশ্যই আগ্রাসন থাকবে অ্যাপ্রোচ থাকবে রান করার জন্য। কিছু সিলেকশনও আমাদের ঠিক করতে হবে। কখন কোন শট খেলব বা কোন ধরনের অ্যাপ্রোচে যাব। এগুলা নিয়েও চিন্তা করার ব্যাপার আছে। এই জায়গাটা অনেক গুরুত্বপূর্ণ। এখনই অনেক বেশি চিন্তা করা যাবে না যে এক ম্যাচ ফেইল করেছি পরের দিন অ্যাপ্রোচ চেঞ্জ করা যাবে না। বুঝতে হবে যে, কোন সময়ে কোন শটটা খেলব না কোন অ্যাপ্রোচে ব্যাট করব।"

টি-টোয়েন্টিতে একের পর এক ব্যর্থতা সত্বেও খারাপ দল নয় বাংলাদেশ। ভাষ্য বাংলাদেশের অধিনায়কের, "খারাপ হয়ে যাচ্ছে এটা বলব না। আমরা এর চাইতে ভালো দল। আমরা গত অনেক দিন ধরেই এই ফরম্যাটটাতে ভালো করছি না। তবে আমি বিশ্বাস করি না আমরা এত খারাপ দল।"

Details Bottom
Details ad One
Details Two
Details Three