Image

নারী অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপের সূচি প্রকাশ, যে গ্রুপে আছে বাংলাদেশ

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 4 মাস আগেআপডেট: 1 সেকেন্ড আগে
নারী অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপের সূচি প্রকাশ, যে গ্রুপে আছে বাংলাদেশ

নারী অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপের সূচি প্রকাশ, যে গ্রুপে আছে বাংলাদেশ

নারী অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপের সূচি প্রকাশ, যে গ্রুপে আছে বাংলাদেশ

২০২৫ সালের নারী অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপের সূচি প্রকাশ করেছে আইসিসি (দ্য ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল)। আগামী বছরের ১৮ জানুয়ারি থেকে মালয়েশিয়াতে অনুষ্ঠিত হবে টুর্নামেন্টটি। চলবে ২ ফেব্রুয়ারি পর্যন্ত।

নারী অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেবে মোট ১৬ টি দল। চারটি করে দল নিয়ে ৪টি গ্রুপে তাদের ভাগ করা হয়েছে। বাংলাদেশের মেয়েরা রয়েছে 'ডি' গ্রুপে। ডি’ গ্রুপে বাংলাদেশের সঙ্গে রয়েছে শক্তিশালী অস্ট্রেলিয়া ও স্কটল্যান্ড। আরেকটি দল যোগ হবে এশিয়া অঞ্চলের বাছাইপর্ব থেকে। 

মেয়েদের ২০২৫ অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ: 

গ্রুপ ‘এ’-ভারত, ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলঙ্কা, মালয়েশিয়া
গ্রুপ ‘বি’-ইংল্যান্ড, পাকিস্তান, আয়ারল্যান্ড, যুক্তরাষ্ট্র
গ্রুপ ‘সি’-নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, সামোয়া, আফ্রিকা বাছাই
গ্রুপ ‘ডি’-বাংলাদেশ, অস্ট্রেলিয়া, স্কটল্যান্ড, এশিয়া বাছাই

১৮ জানুয়ারি বাংলাদেশ নিজেদের প্রথম ম্যাচ খেলবে এশিয়া অঞ্চলের বাছাইপর্ব উতরে আসা দলের বিপক্ষে। ২০ জানুয়ারি খেলবে অস্ট্রেলিয়ার বিপক্ষে, আর ২২ জানুয়ারি গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলবে স্কটল্যান্ডের সঙ্গে। 

প্রতিটি গ্রুপ থেকে সেরা তিন দল সুপার সিক্সে খেলবে। গ্রুপ ‘এ’ ও ‘ডি’ এর দলগুলো গ্রুপ-১ এবং ‘বি’ ও ‘সি’ গ্রুপের দলগুলো গ্রুপ-২’এ খেলবে। দুই গ্রপের সেরা চার দল সেমিফাইনালে খেলবে। ২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে বিশ্বকাপের ফাইনাল।

নারী অনুর্ধ্ব ১৯ বিশ্বকাপের সর্বশেষ আসরে সুপার সিক্সে উঠেছিলো বাংলাদেশ।

Details Bottom
Details ad One
Details Two
Details Three