মুমিনুলের প্রশংসা পেলেন লিটন, মুশফিক
মুমিনুলের প্রশংসা পেলেন লিটন, মুশফিক
মুমিনুলের প্রশংসা পেলেন লিটন, মুশফিক
পাকিস্তানের চেয়ে এখনও ১৩২ রানে পিছিয়ে বাংলাদেশ। মুশফিক ৫৫, লিটন নামের পাশে ৫২ রান নিয়ে কাল ফের ব্যাটিংয়ে নামবেন। তারা দুজন ৬ষ্ঠ উইকেটে অবিচ্ছিন্ন ৯৮ রান তুলে দিনের খেলা শেষ করেন। দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে আসা মুমিনুল হক রীতিমতো প্রশংসা বন্যায় ভাসিয়ে গেলেন মুশফিক ও লিটন দাসকে।
মুশফিক, লিটনের ব্যাটে চড়ে রাওয়ালপিন্ডি টেস্টের তৃতীয় দিনের শেষ সেশনটা নিজেদের করে নেয় বাংলাদেশ। ৫ উইকেটে বাংলাদেশের রান ৩১৬। মুশফিকের পর লিটন দাস ফিফটি ছুঁয়েছেন ওয়ানডে মেজাজে ব্যাট চালিয়ে। লিটন আগ্রাসী হলেও অপর প্রান্তে সাবলীল ব্যাটিং করে যান মুশফিক।
ওয়ানডে মেজাজেই ব্যাট করছেন লিটন। দারুণ ব্যাটিংয়ে এই বাঁ-হাতি ব্যাটার মাত্র ৫২ বলেই ব্যক্তিগত ফিফটি পূর্ণ করেছেন। তার ঠিক বিপরীত মেজাজে ছিলেন মুশফিক। পাক পেসার নাসিম শাহর এক ওভারে তিন চার ও ১ ছক্কা মেরেছেন দুই লিটন। ১ ওভারে ১৮ নিয়ে এই ব্যাটার টেস্টে ১৭ নম্বর ফিফটি পেয়ে গেছেন।
এই দুইয়ের প্রসঙ্গ ওঠতেই মুমিনুল হক বলেছেন, 'মুশফিক ভাই আসলে খুব ডেডিকেটেড পারসন। আমি যদি কিছু একটা বলতে যাই অইটা কম হয়ে যাবে। উনার যে খেলার ধরন, আমাদের যে খেলার ধরন অনেক ভিন্ন। প্রতিটা বল এত যত্ন নিয়ে খেলে, বুঝা যায় যে অনেকগুলা টেস্ট ম্যাচ খেলছে। উনি থাকা টিমের ভিতরে, উনি যেভাবে খেলাটাকে গুছায়ে রাখে। শেষের দিকে একটা সময় কিন্তু আমার উইকেট, সাদমানের উইকেট পড়ে গেল। খেলাটা কিন্তু অইখান থেকে সুন্দর করে খেলাটা গুছায়ে নিসে। উনি আসার পর সাদমান কিন্তু খেলাটা এক্সিলারেট করসে। নিশ্চয়ই ভালো কিছু বলসে হয়ত। মুশফিক ভাইয়ের ভূমিকাটা অনেক গুরুত্বপূর্ণ ছিল।'
'লিটন দাস একজন ক্ল্যাসিক্যাল ব্যাটার, এটা সবাই জানে। এক ওভারেই সে পার্থক্য গড়ে দিয়েছে, বিশেষ করে নাসিম শাহের ওভার। এর ফলে (খেলাটা) আমাদের হাতে চলে এসেছে।'