Image

পাকিস্তানে যাবেনা ভারত, আইসিসিকে দিবে যে প্রস্তাব

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 6 মাস আগেআপডেট: 1 সেকেন্ড আগে
পাকিস্তানে যাবেনা ভারত, আইসিসিকে দিবে যে প্রস্তাব

পাকিস্তানে যাবেনা ভারত, আইসিসিকে দিবে যে প্রস্তাব

পাকিস্তানে যাবেনা ভারত, আইসিসিকে দিবে যে প্রস্তাব

আগামী বছর পাকিস্তানে অনুষ্ঠিত হতে চলেছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি। এরই মাঝে প্রকাশ পেয়েছে ম্যাচের খসড়া সময়সূচি। কিন্তু বেঁকে বসেছে ভারত। কোনোমতেই পাকিস্তানে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে যাবেনা ভারতীয় ক্রিকেট দল।  তবে সমাধান হিসাবে আইসিসির কাছে ভিন্ন রকম প্রস্তাব দেয়ার পরিকল্পনা করেছে বিসিসিআই।

শুধু ক্রিকেটে নয়, রাজনীতিতেও একে অপরের চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। তাই ভারত শেষ পর্যন্ত পাকিস্তানে খেলতে যাবে কিনা এটা নিয়ে আগেই ছিলো ধোঁয়াশা। জুলাইয়ের ১৯ থেকে ২২ পর্যন্ত কলম্বোতে হবে আইসিসির পরবর্তী সভা। সেখানে একটি বড় আলোচনা হতে পারে চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে।

আইসিসির সভায় ভারতের ম্যাচের জন্য আইসিসির কাছে বিকল্প ভেন্যু চাইবে বিসিসিআই।  সেক্ষেত্রে সংযুক্ত আরব আমিরাত কিংবা শ্রীলঙ্কা হতে পারে সেরা বিকল্প । বিসিসিআইয়ের একটি সূত্র বলেন, ‘চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে ভারত পাকিস্তানে যাবে না।  ভারতের ম্যাচগুলো দুবাই বা শ্রীলঙ্কায় রাখতে বলা হবে আইসিসিকে।’

হাইব্রিড মডেল কিন্তু এটাই প্রথম নয়। গতবছর এশিয়াকাপেও এইভাবে ম্যাচ আয়োজন করেছিলো পাকিস্তান।  ভারত নিজেদের ম্যাচগুলো খেলেছিল শ্রীলঙ্কায়। ভারত বাদে পাকিস্তান সহ  বাকিরা ম্যাচগুলো খেলেছিলো পাকিস্তানের মাটিতে। ফাইনাল হয়েছিল শ্রীলঙ্কায়। 

তবে ভারতীয় দল পাকিস্তানে খেলতে যাবে, এমনটা ধরে নিয়েই চ্যাম্পিয়ন্স ট্রফির খসড়া সময়সূচি তৈরি করে ফেলেছে পিসিবি।  লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামকে ভারতের সব ম্যাচ আয়োজনের জন্য রাখা হয়। এরপরও পাকিস্তানে যেতে রাজি হচ্ছেনা ভারত।

মূলত ২০০৮ সালে মুম্বাই হা'ম'লা'র পর থেকে পাকিস্তান সফর বন্ধ রয়েছে ভারতের। চিরপ্রতিদ্বন্দ্বীদের দ্বিপাক্ষিক সিরিজ ও রয়েছে বন্ধ৷ কেবল মাত্র আইসিসি টুর্নামেন্টে একে অপরের মুখোমুখি হয় ভারত-পাকিস্তান।

Details Bottom
Details ad One
Details Two
Details Three