অধিনায়কত্ব হারানোর পর রহস্যময় পোস্ট শেয়ার করেছেন আফ্রিদি

অধিনায়কত্ব হারানোর পর রহস্যময় পোস্ট শেয়ার করেছেন আফ্রিদি
অধিনায়কত্ব হারানোর পর রহস্যময় পোস্ট শেয়ার করেছেন আফ্রিদি
শাহীন শাহ আফ্রিদি ও পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) দুইয়ের মধ্যে নানা দোলাচাল চলছে। সম্প্রতি শাহীনকে সরিয়ে বাবর আজমকে সাদা বলের অধিনায়ক হিসেবে আবারও নির্বাচিত করেছে পিসিবি। সেখানে আফ্রিদির এক বিবৃতিকে নিয়ে তৈরি হয়েছে আরেক ধোঁয়াশা। এমন নানা প্রশ্ন ও আলোচনা চলছে একের পর এক। এরমধ্যে আফ্রিদি সামাজিক যোগাযোগ মাধ্যমে (ইন্সটাগ্রামে) একটি স্টোরি দিয়েছেন, যা বর্তমান পরিস্থিতির সাথে ইঙ্গিতপূর্ণ বলে মনে করছেন নেটিজেনরা।
আফ্রিদিকে অধিনায়কত্ব থেকে সরিয়ে দেওয়া হবে এমন আলোচনা চলছিল। শেষমেশ নতুন পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভির তত্ত্বাবধানে আফ্রিদিকে সরিয়ে আবারও বাবরের হাতে দায়িত্ব তুলে দেওয়া হয়। নিউজিল্যান্ডের বিপক্ষে মাত্র একটি সিরিজে পাকিস্তানি এই পেসার নেতৃত্ব দিয়েছেন।
সামনে টি-টোয়েন্টি বিশ্বকাপ। তার আগে পিসিবি বাবরের হাতে দায়িত্বভার তুলে দিল। এই দায়িত্ব দেওয়ার আনুষ্ঠানিকতায় পিসিবি ওয়েবসাইটে এক বিবৃতি প্রকাশ পায়। যেখানে আফ্রিদির নাম উল্লেখ করে বাবরকে শুভকামনা জানানো হয়েছে। যা আফ্রিদি পরে অস্বীকার করে জানিয়েছেন, এমন কোনো বিবৃতি তিনি প্রদান করেননি।
এসব ঘটনার আজ শুক্রবার ইন্সটাগ্রামে এক স্টোরি শেয়ার করেছেন আফ্রিদি। যার কথাগুলো ছিল এমন, “আমাকে কখনো এমন জায়গায় নেবেন না, যেখানে আমার নিষ্ঠুরতা ও দয়ামায়াহীন চেহারা দেখাতে হবে। আমার ধৈর্য পরীক্ষা করবেন না। কারণ আমি সম্ভবত সবচেয়ে দয়ালু ও মিষ্টি এক মানুষ, যার সাথে আপনি মিশেছেন। তবে আমার সীমা যদি শেষ হয়ে যায়, তাহলে আমাকে এমন কাজ করতে দেখবেন, যা কেউ ভাববে না যে, আমি করতে পারি।”
আফ্রিদি ও পিসিবিকে নিয়ে চলা সাম্প্রতিক ঘটনা থেকে এ ব্যাপারে নেটিজেনরা ধারণা করছে, কোনো ক্ষোভের বহিঃপ্রকাশ হিসেবেই এই সাবেক পাকিস্তানি অধিনায়ক এই স্টোরি সামাজিক যোগাযোগ মাধ্যমে দিয়েছেন।