Image

পাকিস্তানে এবার পরিসংখ্যান পাল্টাতে চায় বাংলাদেশ

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 3 মাস আগেআপডেট: 1 সেকেন্ড আগে
পাকিস্তানে এবার পরিসংখ্যান পাল্টাতে চায় বাংলাদেশ

পাকিস্তানে এবার পরিসংখ্যান পাল্টাতে চায় বাংলাদেশ

পাকিস্তানে এবার পরিসংখ্যান পাল্টাতে চায় বাংলাদেশ

আগামীকাল থেকে রাওয়ালপিন্ডিতে শুরু হচ্ছে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার প্রথম টেস্ট। ম্যাচে পরিস্কার ফেভারিট পাকিস্তান, কেননা টেস্টে ১৩ বারের দেখায় ১২ বার ই বাংলাদেশকে হারিয়ে জয়ী তারা। তবুও পরিসংখ্যানে পাত্তা দিচ্ছে না বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। বাংলাদেশের অধিনায়ক বিশ্বাস করেন পাকিস্তান বিপক্ষে ভালো সুযোগ আছে বাংলাদেশের। পাকিস্তানে ‘অস্বস্তির’ রেকর্ডের ইতি টানতে চান।

মঙ্গলবার ম্যাচের আগে সংবাদ সম্মেলনে গনমাধ্যমের মুখোমুখি হয়েছেন নাজমুল হোসেন শান্ত। বাংলাদেশ দল ভারসাম্যপূর্ন ও ভালো কিছুর আশাবাদ ব্যাক্ত করে তিনি বলেন, 'টেস্ট চ্যাম্পিয়নশিপে এবার নিউ জিল্যান্ডের বিপক্ষে আমাদের ভালো সিরিজ গেছে। শ্রীলঙ্কার বিপক্ষে আমরা ভালো খেলতে পারিনি। পাকিস্তানের বিপক্ষে এবার আমাদের ভালো সুযোগ আছে। আমাদের দল ভালো ভারসাম্যপূর্ণ। আশা করি, এখানে ভালো ক্রিকেট খেলতে পারব।'

টেস্টে এখন পর্যন্ত পাকিস্তানের বিপক্ষে জয় পাওয়া না নিয়ে শান্ত বলেন, 'আমি মনে করি, এটি (পাকিস্তান ১২-০ বাংলাদেশ) শুধুই রেকর্ড। রেকর্ড বদলাতেই পারে। কাজটা সহজ হবে না। তবে যেটা বললাম, আমাদের দল খুব ভারসাম্যপূর্ণ। আমরা বিশ্বাস করি, এবার বিশেষ কিছু করতে পারব। ক্রিকেটাররা এখানে খেলার জন্য রোমাঞ্চিত।'

বাংলাদেশের বিপক্ষে সিরিজের প্রথম টেস্ট শুরুর দুদিন আগে একাদশ জানিয়ে দেয় পাকিস্তান। আগামীকাল বুধবার রাওয়ালপিন্ডিতে সিরিজের প্রথম টেস্টে মুখোমুখি হবে পাকিস্তান ও বাংলাদেশ। রাওয়ালপিন্ডি টেস্টে কোন স্পিনার খেলাচ্ছে না পাকিস্তান। উইকেট কেমন হবে তাতে পরিস্কার। বোলিং আক্রমণ পুরোপুরি পেসনির্ভর। রাওয়ালপিন্ডিতে শান মাসুদের নেতৃত্বে চার পেসার নিয়ে মাঠে নামবে স্বাগতিক দল।

এমন ম্যাচে টসে জেতা কতটা গুরুত্বপূর্ণ? শান্ত বললেন, 'হ্যাঁ (টস) খুব গুরুত্বপূর্ণ। আমার মতে, ক্রিকেটাররা ব্যাটিং-বোলিংয়ের জন্য তৈরি আছে। তবে এটি (টস) গুরুত্বপূর্ণ। ব্যক্তিগতভাবে আমি টস নিয়ে বেশি ভাবছি না। ক্রিকেটার হিসেবে সব পরিস্থিতির জন্য আমাদের প্রস্তুত থাকতে হবে।'

Details Bottom
Details ad One
Details Two
Details Three