Image

প্রখ্যাত ক্রীড়া সাংবাদিক অঘোর মন্ডল আর নেই

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 3 মাস আগেআপডেট: 1 সেকেন্ড আগে
প্রখ্যাত ক্রীড়া সাংবাদিক অঘোর মন্ডল আর নেই

প্রখ্যাত ক্রীড়া সাংবাদিক অঘোর মন্ডল আর নেই

প্রখ্যাত ক্রীড়া সাংবাদিক অঘোর মন্ডল আর নেই

ক্রীড়াঙ্গনের পরিচিত মুখ সাংবাদিক অঘোর মন্ডল আর নেই। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন এই গুণী ক্রীড়া সাংবাদিক। বাংলাদেশে ক্রীড়া ও ক্রিকেট সাংবাদিকতার বিকাশে অঘোর মন্ডলের অপরিসীম অবদানের কথা কৃতজ্ঞতার সাথে স্মরণ করেছে বিসিবি। 

প্রবীণ ক্রীড়া সাংবাদিক অঘোর মন্ডলের মৃত্যুতে শোক প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিসিবি অঘোর মন্ডলের পরিবারের প্রতি গভীর সমবেদনা ও সমবেদনা প্রকাশ করেছে। 

জ্যেষ্ঠ ক্রীড়া সাংবাদিক অঘোর মন্ডলের মৃত্যুতে শোকাহত ক্রিকেট সমর্থকদের সংগঠন 'বাংলাদেশ ক্রিকেট সাপোর্টার্স অ্যাসোসিয়েশন' (বিসিএসএ)। বাংলাদেশের ক্রীড়াঙ্গনের অনেক ঘটনার সাক্ষী হওয়া এই সাংবাদিককে হারিয়ে বিসিএসএ'র সদস্যরা গভীর শোক এবং সমবেদনা জ্ঞাপন করেছে। 

মৃত্যুকালে অঘোর মন্ডলের বয়স হয়েছিল ৫৮ বছর। চিকিৎসাধীন অবস্থায় শারীরিক অবস্থার অবনতি হলে সাধারণ কেবিন থেকে আইসিইউতে স্থানান্তরিত করা হয়েছিল তাঁকে। পরে নেওয়া হয় লাইফ সাপোর্টে। কিন্তু কোনো চেষ্টাতেই অঘোর মন্ডলকে আর ফেরানো গেল না। তিনি স্ত্রী ও দুই কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। অঘোর মন্ডলের পরিবার থেকে তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে।

অঘোর মন্ডল তিন দশকেরও বেশি সময় সাংবাদিকতায় জড়িত ছিলেন। নব্বইয়ের দশকে আজকের কাগজ দিয়ে তার ক্যারিয়ার শুরু। এরপর দৈনিক ভোরের কাগজে ছিলেন। একসময় প্রিন্ট মিডিয়া ছেড়ে তিনি সম্প্রচার মাধ্যমে যোগ দেন। চ্যানেল আই, দীপ্ত টিভি, এটিএন নিউজে কাজ করেছেন অনেকদিন। সর্বশেষ এটিএন নিউজে বার্তা সম্পাদকের (ডিজিটাল এন্ড নিউ মিডিয়া) দায়িত্বে ছিলেন। পাশাপাশি বিভিন্ন পত্রিকা ও অনলাইন সংবাদমাধ্যমে ফ্রিল্যান্সার হিসেবে কলামও লিখতেন তিনি। কলামিস্ট হিসেবে লেখালেখি করেছেন ক্রিকেট, রাজনীতিসহ আরও অনেক বিষয়েই। ক্রীড়া সাংবাদিক হিসেবে দেশ-বিদেশে বেশ কিছু আন্তর্জাতিক ইভেন্ট কাভার করেছেন অঘোর মন্ডল।

এক সময় তিনি বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্টস এসোসিয়েশনের (বিএসজেএ) সহসভাপতির দায়িত্ব পালন করেছেন, ২০১৭ সালে কিছুদিনের জন্য হয়েছিলেন ভারপ্রাপ্ত সভাপতিও। তাঁর অকাল মৃত্যুতে দেশের ক্রীড়াঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া। শোক জানিয়েছে বিএসজেএ, বাংলাদেশ স্পোর্টস প্রেস এসোসিয়েশন (বিএসপিএ) সহ আরও অনেক সংগঠন।

Details Bottom
Details ad One
Details Two
Details Three