Image

আন্তর্জাতিক টি–টোয়েন্টিতে টানা জয়ের নতুন বিশ্ব রেকর্ড গড়ল স্পেন

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 2 মাস আগেআপডেট: 1 সেকেন্ড আগে
আন্তর্জাতিক টি–টোয়েন্টিতে টানা জয়ের নতুন বিশ্ব রেকর্ড গড়ল স্পেন

আন্তর্জাতিক টি–টোয়েন্টিতে টানা জয়ের নতুন বিশ্ব রেকর্ড গড়ল স্পেন

আন্তর্জাতিক টি–টোয়েন্টিতে টানা জয়ের নতুন বিশ্ব রেকর্ড গড়ল স্পেন

গারনসিতে চলমান ইউরোপ টি-টোয়েন্টি বিশ্বকাপের উপ-আঞ্চলিক কোয়ালিফায়ারে গ্রিসের বিপক্ষে ৭ উইকেটের জয় পেয়েছে স্পেন। এই জয়ের মাধ্যমে পুরুষদের আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে টানা সর্বাধিক ম্যাচ জয়ের রেকর্ড গড়লো স্পেন। স্পেনের এই জয়টি ১৪ তম জয়। এর আগে ১৩ টি টানা ম্যাচ জিতে এই রেকর্ডের মালিক ছিলো মালয়েশিয়া। 

স্পেনের প্রধান কোচ কোরি রাটগার্স ক্রিকবাজকে বলেছেন, "আজকে আমরা একটি রেকর্ড গড়েছি। আমরা স্পষ্টতই রেকর্ডের জন্য খেলি না কিন্তু তাও এটি আমাদের জন্য বিশেষ। স্পেনের এই পরিবর্তনের কৃতিত্ব সেই খেলোয়াড়দের যারা স্পেনের হয়ে খেলার জন্য অনেক সময় দিয়েছেন আর ম্যানেজমেন্ট এবং কোচিং স্টাফদের ও। "

স্পেন বর্তমানে অসাধারণ খেললেও আগামী বছর ইউরোপীয় আঞ্চলিক ফাইনালে যাওয়ার সম্ভাবনা নেই। কারণ সপ্তাহের শুরুতে ডেনমার্কের বিপক্ষে তাদের ম্যাচে বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছিলো। আগামী ম্যাচে তারা ডেনমার্কের মুখোমুখি হবে। ডেনমার্ক যদি তাদের গ্রুপের শেষ ম্যাচে জয়লাভ করে, তবে তাদের বেশী নেট রান রেটের কারণে ফাইনালে উঠে যাবে। 

রুটগার্স বলেন,"দুর্ভাগ্যবশত এটাই ক্রিকেট, এবং আমরা আমাদের প্রথম তিন ম্যাচে জিততে পারিনি। আমাদের ভবিষ্যতে আরও শক্তিশালী হয়ে ফিরে আসতে হবে।"

গ্রিসকে হারানোর মধ্য দিয়ে টানা সর্বোচ্চ ম্যাচ অপরাজিত থাকার পথেও বেশ খানিকটা এগিয়ে গেল স্পেন। রেকর্ডটি এই মুহূর্তে টানা ১৬ ম্যাচ অপরাজিত নাইজেরিয়ার।

Details Bottom