Image

রাজস্থানের জয়ে বীরত্বপূর্ণ ইনিংস খেললেন স্যামসন

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 8 মাস আগেআপডেট: 1 সেকেন্ড আগে
রাজস্থানের জয়ে বীরত্বপূর্ণ ইনিংস খেললেন স্যামসন

রাজস্থানের জয়ে বীরত্বপূর্ণ ইনিংস খেললেন স্যামসন

রাজস্থানের জয়ে বীরত্বপূর্ণ ইনিংস খেললেন স্যামসন

সাঞ্জু স্যামসনের বীরত্বপূর্ণ ইনিংসে রাজস্থান রয়্যালসের খাতায় ভালো সংগ্রহ ওঠে। আর তাতে লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের বিপক্ষে ২০ রানের জয় তুলে নিয়েছে স্যামসনের দল রাজস্থান। জয়পুরে প্রথমে ব্যাট করতে নেমে ৪ উইকেট হারিয়ে ১৯৩ রানের সংগ্রহ তোলে রাজস্থান। জবাবে ব্যাট করতে নেমে ৬ উইকেট হারিয়ে ১৭৩ রান পর্যন্ত যাওয়ার সক্ষমতা দেখায় লক্ষ্ণৌ। 

লক্ষ্ণৌ এর সামনে ১৯৪ রানের লক্ষ্যমাত্রা দাঁড়ায়। প্রথম ৪ ওভারে ট্রেন্ট বোল্ট ও নান্দ্রে বার্গারের বোলিং ধারাবাহিকতায় ১১ রানে লক্ষ্ণৌ এর ৩ টি উইকেটের পতন হয়। লোকেশ রাহুল ও নিকোলাস পুরান দলটির পক্ষে ব্যাট হাতে পারফর্ম করার প্রত্যয় দেখান।

শেষ ১২ বলে লক্ষ্ণৌ এর দরকার ছিল ৩৮ টি রান। ১৯তম ওভারে সন্দীপ শর্মা শুধু ২ টি বাউন্ডারি দিয়েছেন। রান দিয়েছেন ১১ টি। সন্দীপের এই ওভারের ফলে আভেশ খানের জন্য শেষ ওভার সহজ হয়ে যায়। শেষ ছয় বলে যখন ২৭ রান প্রয়োজন, লক্ষ্ণৌ ৬ টি রান তুলতে সক্ষম হয়। 

লোকেশ রাহুল ৪৪ বলে ৫৮ রান করে ফিরেছেন। অন্যদিকে পুরান ৪১ বলে ৬৪ রান করে অপরাজিত ছিলেন। রাজস্থানের পক্ষে ট্রেন্ট বোল্ট সর্বোচ্চ ২ টি উইকেট সংগ্রহ করেছেন। 

এর আগে প্রথমে ব্যাট করতে নামা রাজস্থানের পক্ষে ইয়াশাসভি জাইসাওয়াল ও জস বাটলার ইনিংস বড় করতে পারেননি উদ্বোধনী জুটিতে। তবে স্যামসনের ব্যাটে রান উঠতে থাকে। তিনে নেমে ৫২ বলে ৮২ রানের অপরাজিত ইনিংস খেলেন এই ভারতীয় ব্যাটার। যেখানে ৬ টি ছক্কা ও ৩ টি চারের মার ছিল। 

স্যামসনের পাশাপাশি রায়ান পরাগ ২৯ বলে ৪৩ রানের ইনিংস খেলেন। ধ্রুব জুরেলের ব্যাটেও আসে ১২ বলে ২০ রানের অপরাজিত ইনিংস। লক্ষ্ণৌ এর পক্ষে নাভিন উল হক একাই দুইটি উইকেট নিয়েছেন। মোহসিন হক ও রবি বিষ্ণয় একটি করে উইকেট নিয়েছেন।

Details Bottom
Details ad One
Details Two
Details Three