আমির-আফ্রিদির তোপে উড়ে গেল নিউজিল্যান্ড
আমির-আফ্রিদির তোপে উড়ে গেল নিউজিল্যান্ড
আমির-আফ্রিদির তোপে উড়ে গেল নিউজিল্যান্ড
আমির-আফ্রিদির তোপে ৯০ রানেই অলআউট নিউজিল্যান্ড। ৪৭ বল বাকি থাকতেই পাকিস্তান ম্যাচ জিতে ৭ উইকেটে। নাটকীয়তার পর আবারও পাকিস্তান দলে মোহাম্মদ আমির, জার্সি গায়ে দিয়েই করলেন বাজিমাত। প্রায় সাড়ে ৪ বছর পর অবসর ভেঙে আবার আন্তর্জাতিক ক্রিকেটে ফিরে ৩ ওভারে মাত্র ১৩ রান খরচায় নেন দুই উইকেট।
সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে রাওয়ালপিন্ডিতে গত রাতে মুখোমুখি হয় পাকিস্তান ও নিউজিল্যান্ড। যেখানে টসে হেরে আগে ব্যাট করতে নেমে পাক বোলারদের তোপে ১৮.১ ওভারে মাত্র ৯০ রানে গুটিয়ে যায় কিউইরা। জবাবে ১২.১ ওভারেই ৭ উইকেটের বড় জয় তুলে নেয় পাকিস্তান।
পেসার শাহিন শাহ আফ্রিদি, মোহাম্মদ আমির ও নাসিম শাহর গতি আর আবরার আহমেদ এবং শাদাব খানের লেগ স্পিনে বিভ্রান্ত হয়ে ইনিংসের শুরু থেকেই সময়ের ব্যবধানে উইকেট হারাতে থাকে নিউজিল্যান্ড। দলের হয়ে সর্বোচ্চ ১৯ রান করেন মার্ক চাপম্যান।
পাকিস্তানের হয়ে আফ্রিদি ৩.১ ওভারে মাত্র ১৩ রানেই ৩ উইকেট শিকার করেন। ৪ বছর পর জাতীয় দলে ফেরা মোহাম্মদ আমির ৩ ওভারে ১৩ রানে ২ উইকেট নেন। নাসিম শাহ ৪ ওভারে ২৭ রানে ১ উইকেট নেন। লেগ স্পিনার শাদাব খান ৩ ওভারে ১৫ রানে নেন ২ উইকেট। ৪ ওভারে ১৫ রানে ২ উইকেট নেন আবরার আহমেদ।
লক্ষ্য তাড়ায় নেমে শুরুটা ভালো হয়নি পাকিস্তানের। দ্বিতীয় বলেই ওপেনার সাইম আইয়ুবের উইকেট হারায় মাত্র ৪ রানে। অভিষেকটা রাঙানো হয়নি উসমান খানের, ৬ বলে ৭ রানে ফেরেন তিনি। মাঝে ১৩ বলে ১৪ রানে আউট হন বাবর আজম।
তবে ছোট টার্গেট টপকাতে খুব একটা বেগ পেতে হয়নি স্বাগতিকদের। মোহাম্মদ রিজওয়ানের ৩৪ বলে অপরাজিত ৪৫ ও ইরফান খান নিয়াজির ১৮ বলে ১৮* রানে সহজ জয় পায় পাকিস্তান। সেই সাথে সিরিজে এগিয়ে যায় ১-০ ব্যবধানে।