Image

বিশ্বকাপে ধরা ক্যাচের চেয়েও যে ক্যাচ সুরিয়াকুমার যাদবের কাছে গুরুত্বপূর্ণ

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 4 মাস আগেআপডেট: 1 সেকেন্ড আগে
বিশ্বকাপে ধরা ক্যাচের চেয়েও যে ক্যাচ সুরিয়াকুমার যাদবের কাছে গুরুত্বপূর্ণ

বিশ্বকাপে ধরা ক্যাচের চেয়েও যে ক্যাচ সুরিয়াকুমার যাদবের কাছে গুরুত্বপূর্ণ

বিশ্বকাপে ধরা ক্যাচের চেয়েও যে ক্যাচ সুরিয়াকুমার যাদবের কাছে গুরুত্বপূর্ণ

টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে ডেভিড মিলারের সেই ক্যাচটি নয়, বরং সুরিয়াকুমার যাদবের কাছে গুরুত্বপূর্ণ অন্য একটি ক্যাচ। যেই ক্যাচটি তিনি ধরে ছিলেন ৮ বছর আগে। সম্প্রতি ইন্সটাগ্রামের একটি পোস্টে ফাইনালে ক্যাচ নেয়ার চেয়েও গুরুত্বপূর্ণ ক্যাচের কথা অকপটে স্বীকার করেছেন ভারতীয় এই ব্যাটার।

চোকার্স তকমা ঘোচাতে শেষ ওভারে ১৬ রান প্রয়োজন ছিল দক্ষিণ আফ্রিকার। তখন বোলিংয়ে আসেন হার্দিক পান্ডিয়া। ক্রিজে সেট ব্যাটার ডেভিড মিলার। ম্যাচের মোমেন্টার তখন প্রোটিয়াদের দিকে। তখন হার্দিকের বাউন্ডারিতে লং অফ বাউন্ডারিতে অবিশ্বাস্য ক্যাচ নেন ফাইনালে ব্যাট হাতে ব্যর্থ সুরিয়াকুমার যাদব।

এটা শুধু একটা ক্যাচ ছিলো না বরং ১৭ বছর পর ভারতের হয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ ট্রফিটাই ধরেছিলেন সুরিয়াকুমার। এমন ই মন্তব্য করেছিলেন অনেকেই। টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালের ক্যাচ নিয়ে সুরিয়াকুমার যাদব ও এমন টাই বলেছিলেন। তবে এবার তার কন্ঠে শোনা গেলো ভিন্ন সুর।

বিশ্বকাপ জিতে পরিবারের সাথে এখন ফুরফুরে মেজাজে রয়েছেন সুরিয়াকুমার।  ইনস্টাগ্রামে স্ত্রীর সঙ্গে কয়েকটি ছবি পোস্ট করে লিখেছেন, ‘বিশ্বকাপের সেই ক্যাচের আট দিন পেরিয়ে গিয়েছে। তবে আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্যাচ তো আট বছর আগেই হয়েছিল।’ 

 

মূলত সুরিয়াকুমার তার স্ত্রীর সঙ্গে ৮ বছর বিবাহ বার্ষিকী উদযাপন করেছেন। কারণেই তিনি বলেছেন তার জীবনে সবচেয়ে বড় ক্যাচ তার স্ত্রী। 

টি-টোয়েন্টি বিশ্বকাপে ৮ ম্যাচে ২৮.৪২ গড়ে মোট ১৯৯ রান করেছেন ভারতীয় এই ব্যাটার।

Details Bottom