Image

ডিপিএল সুপার লিগের সূচি প্রকাশ

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 8 মাস আগেআপডেট: 1 সেকেন্ড আগে
ডিপিএল সুপার লিগের সূচি প্রকাশ

ডিপিএল সুপার লিগের সূচি প্রকাশ

ডিপিএল সুপার লিগের সূচি প্রকাশ

ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ (ডিপিএল) এর সুপার লিগে খেলবে কোন ৬ দল তা আগেই চূড়ান্ত হয়েছে। আজ (২০ এপ্রিল) ক্লাব কর্তাদের সঙ্গে সভা শেষে সিসিডিএম (ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিস) সুপার লিগের প্রথম ২ রাউন্ডের সূচি চূড়ান্ত করেছে। 

আগামী পরশু (২২ এপ্রিল) প্রথম রাউন্ডের খেলা। দুই দিন বিরতি দিয়ে ২৫ এপ্রিল মাঠে গড়াবে ২য় রাউন্ডের খেলা। 

ডিপিএল সুপার লিগের প্রথম দুই রাউন্ডের সূচি- 

২২ এপ্রিল, ২০২৪- 

আবাহনী লিমিটেড বনাম প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব- ৯ টা, মিরপুর
শাইনপুকুর ক্রিকেট ক্লাব বনাম গাজী গ্রুপ ক্রিকেটার্স- ৯ টা, বিকেএসপি ৩ 
মোহামেডান স্পোর্টিং ক্লাব বনাম শেখ জামাল ধানমন্ডি ক্লাব, ৯ টা, ফতুল্লা 

২৫ এপ্রিল, ২০২৪- 

আবাহনী লিমিটেড বনাম গাজী গ্রুপ ক্রিকেটার্স- ৯ টা, ফতুল্লা 
শাইনপুকুর ক্রিকেট ক্লাব বনাম শেখ জামাল ধানমন্ডি ক্লাব- ৯ টা, বিকেএসপি ৩
মোহামেডান স্পোর্টিং ক্লাব বনাম প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব- ৯ টা, মিরপুর। 

 

এছাড়া ২৩, ২৬ ও ২৯ এপ্রিল বিকেএসপির ৩ নম্বর গ্রাউন্ডে মাঠে গড়াবে রেলিগেশন লিগের ম্যাচ। ২৩ এপ্রিল গাজী টায়ার্স ক্রিকেট অ্যাকাডেমির প্রতিপক্ষ সিটি ক্লাব, ২৬ এপ্রিল রুপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাবের প্রতিপক্ষ সিটি ক্লাব ও ২৯ এপ্রিল গাজী টায়ার্স ক্রিকেট অ্যাকাডেমির প্রতিপক্ষ রুপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাব। 

Details Bottom