Image

অভিষেক নায়ারসহ যাদেরকে ভারতের কোচিং প্যানেলে চান গৌতম গম্ভীর

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 5 মাস আগেআপডেট: 1 সেকেন্ড আগে
অভিষেক নায়ারসহ যাদেরকে ভারতের কোচিং প্যানেলে চান গৌতম গম্ভীর

অভিষেক নায়ারসহ যাদেরকে ভারতের কোচিং প্যানেলে চান গৌতম গম্ভীর

অভিষেক নায়ারসহ যাদেরকে ভারতের কোচিং প্যানেলে চান গৌতম গম্ভীর

টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষে বিদায় নিয়েছেন ভারতীয় ক্রিকেট দলের প্রধান কোচ রাহুল দ্রাবিড়। প্রধান কোচ রাহুল দ্রাবিড়ের সাথে সাপোর্ট স্টাফরাও বিশ্বকাপের পর নিয়েছে বিদায়। দুদিন আগেই ভারতের তিন ফরম্যাটের কোচ হয়েছেন গৌতম গম্ভীর। 

জানা যায় গম্ভীর নিজেই ভারতীয় বোর্ডের কাছে নিজের সাপোর্ট স্টাফ বাছাই করার শর্ত রেখেছিলেন। সেই অনুযায়ী ভারতীয় ক্রিকেট দলের সহকারী কোচ কে হবেন তার জন্য বিসিসিআই (দ্য বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া) এর কাছে নাম সুপারিশ করেছেন গৌতম গম্ভীর। 

ভারতীয় বিভিন্ন গণমাধ্যমের সূত্রমতে শোনা যাচ্ছে  অভিষেক নায়ারকে ভারতীয় ক্রিকেট দলের সহকারী কোচ হিসাবে চান গৌতম গম্ভীর। যিনি কিনা বর্তমানে আইপিএলের ফ্রাঞ্চাইজি কোলকাতা নাইট রাইডার্সের সহকারী কোচ হিসাবে দায়িত্ব পালন করছেন। 

এবারের আইপিএলে কোলকাতার শিরোপা জেতার অন্যতম বড় কারণ অভিষেক নায়ার। অবশ্য নায়ারের আন্তজার্তিক খেলোয়াড়ি জীবন নিতান্তই ক্ষুদ্র। জাতীয় দলের হয়ে ওয়ানডে খেলেছেন মাত্র ৩ টি। অবশ্য তিনি ঘরোয়া ক্রিকেট সম্পর্কে অবগত। 

শুধু গৌতম গম্ভীরের সাথে নয়, অভিষেক নায়ারের ভালো সম্পর্ক আছে অধিনায়ক রোহিত শর্মার সঙ্গেও। দুজনে একসাথে খেলেছেন।  নায়ার প্রাথমিকভাবে ব্যাটিং কোচ হতে পারেন বলে শোনা গেলেও, তিনি ব্যাটিং কোচ নন, বরং সহকারী কোচ হিসাবেই দলের সঙ্গে যোগ দিতে পারেন। ব্যাটিং কোচের দায়িত্ব পালন করতে পারেন গৌতম গম্ভীর নিজেই।

প্রধান কোচ বাদে অন্য কোনো কোচের ব্যাপারে চূড়ান্ত সিন্ধান্ত না হলেও বোলিং কোচের ভূমিকায় কে থাকবেন উত্তরে যাদের নাম টা বেশী আসছে তারা লক্ষ্মীপতি বালাজি এবং বিনয় কুমার। দুজনের সাথেই কোলকাতা নাইট রাইডার্সে আগে কাজ করেছেন গম্ভীর।

Details Bottom
Details ad One
Details Two
Details Three