আইপিএলে কোহলিদের ব্যাটিং কোচ কার্তিক
- 1
অবসরের পরেও মাঠে, প্রশ্নের মুখে মুশফিক-রিয়াদ : প্রশ্নবিদ্ধ ক্রিকেট নীতি ও নৈতিকতা
- 2
নেওয়াজকে বিশ্বসেরা বললেন পাক কোচ, কূটনৈতিক জবাব দিলেন ভারতীয় কোচ
- 3
জাকেরের কণ্ঠে আত্মসমালোচনা, আফগানিস্তানের বিপক্ষে ঘুরে দাঁড়ানোর প্রত্যয়
- 4
রবিনের ঝড়ো ব্যাটিংয়ে রাজশাহীকে ৭ উইকেটে হারালো ঢাকা মেট্রো, বগুড়ায় পরিত্যাক্ত রংপুর-সিলেট ম্যাচ
- 5
বিসিবির সঙ্গে দুই বছরের চুক্তিতে কাজ শুরু করলেন সাইমন টফেল

আইপিএলে কোহলিদের ব্যাটিং কোচ কার্তিক
আইপিএলে কোহলিদের ব্যাটিং কোচ কার্তিক
দীনেশ কার্তিক রয়্যাল চ্যালেঞ্জার্সের ব্যাঙ্গালুরুর নতুন ব্যাটিং কোচ এবং পরামর্শদাতার ভূমিকায় নিয়োগ পেয়েছেন। আইপিএল ২০২৪-এ খেলোয়াড় হিসেবে অবসর নিয়েছেন। আইপিএল ২০২৫-এ ব্যাটিং কোচ এবং মেন্টর।
রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু ফ্র্যাঞ্জাইজি আসন্ন আইপিএল মৌসুমের জন্য দীনেশ কার্তিককে তাদের নতুন ব্যাটিং কোচ এবং পরামর্শদাতা হিসাবে নিযুক্ত করেছে।
গত মে মাসে আইপিএল দিয়ে ১৭ বছরের লম্বা ক্যারিয়ারে ইতি টানেন দীনেশ কার্তিক। রাজস্থান রয়্য়ালসের কাছে হারের পর দীনেশ কার্তিক নিজের গ্লাভস তুলে সমর্থকদের ধন্যবাদ জানান। কার্তিককে গার্ড অফ অনার দেন আরসিবির সতীর্থরা। নিজের আইপিএল ক্যারিয়ারে মোট ৬টা ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলেছেন তিনি।
তবে কামব্যাকের গল্প যদি শুনতে হয় তাহলে দীনেশ কার্তিকের থেকে শুনতে হবে। তিনি আবার ফিরেছেন আইপিএলে, এবার অবশ্য কোচের ভূমিকায়।
২০২২ সালে আইপিএলে আরসিবি শিবিরে কার্তিক যোগ দেওয়ার পর গত তিন বছর ছিলেন। এবার দায়িত্ব পেলেন খেলোয়াড়দের সামলানোর।