আইপিএলে কোহলিদের ব্যাটিং কোচ কার্তিক
- 1
বিসিবি নির্বাচন, ফিক্সিং ইঙ্গিত ও ক্রীড়া উপদেষ্টার ‘সীমিত হস্তক্ষেপ’: আড়ালের গল্প কী?
- 2
আইপিএলের রঙ্গমঞ্চে গেইলের শেষ অঙ্কটা বিষাদের
- 3
বিসিবি নির্বাচনে অংশ নেবেন তামিম, সরে দাঁড়ালেন আকরাম খান
- 4
এশিয়া কাপে দুই বাংলাদেশি আম্পায়ার, ভারত-পাকিস্তান ম্যাচের দায়িত্বেও তারা
- 5
সীমিত সুযোগ, বড় স্বপ্ন: নেপালের তৃণমূল ক্রিকেটে চান্দ্রগিরির নীরব বিপ্লব

আইপিএলে কোহলিদের ব্যাটিং কোচ কার্তিক
আইপিএলে কোহলিদের ব্যাটিং কোচ কার্তিক
দীনেশ কার্তিক রয়্যাল চ্যালেঞ্জার্সের ব্যাঙ্গালুরুর নতুন ব্যাটিং কোচ এবং পরামর্শদাতার ভূমিকায় নিয়োগ পেয়েছেন। আইপিএল ২০২৪-এ খেলোয়াড় হিসেবে অবসর নিয়েছেন। আইপিএল ২০২৫-এ ব্যাটিং কোচ এবং মেন্টর।
রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু ফ্র্যাঞ্জাইজি আসন্ন আইপিএল মৌসুমের জন্য দীনেশ কার্তিককে তাদের নতুন ব্যাটিং কোচ এবং পরামর্শদাতা হিসাবে নিযুক্ত করেছে।
গত মে মাসে আইপিএল দিয়ে ১৭ বছরের লম্বা ক্যারিয়ারে ইতি টানেন দীনেশ কার্তিক। রাজস্থান রয়্য়ালসের কাছে হারের পর দীনেশ কার্তিক নিজের গ্লাভস তুলে সমর্থকদের ধন্যবাদ জানান। কার্তিককে গার্ড অফ অনার দেন আরসিবির সতীর্থরা। নিজের আইপিএল ক্যারিয়ারে মোট ৬টা ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলেছেন তিনি।
তবে কামব্যাকের গল্প যদি শুনতে হয় তাহলে দীনেশ কার্তিকের থেকে শুনতে হবে। তিনি আবার ফিরেছেন আইপিএলে, এবার অবশ্য কোচের ভূমিকায়।
২০২২ সালে আইপিএলে আরসিবি শিবিরে কার্তিক যোগ দেওয়ার পর গত তিন বছর ছিলেন। এবার দায়িত্ব পেলেন খেলোয়াড়দের সামলানোর।