Image

পাকিস্তানের অনুশীলন ক্যাম্পে গিয়ে পাঁচ বছর নিষিদ্ধ উসমান খান

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 6 মাস আগেআপডেট: 1 সেকেন্ড আগে
পাকিস্তানের অনুশীলন ক্যাম্পে গিয়ে পাঁচ বছর নিষিদ্ধ উসমান খান

পাকিস্তানের অনুশীলন ক্যাম্পে গিয়ে পাঁচ বছর নিষিদ্ধ উসমান খান

পাকিস্তানের অনুশীলন ক্যাম্পে গিয়ে পাঁচ বছর নিষিদ্ধ উসমান খান

পাকিস্তানি বংশোদ্ভূত সংযুক্ত আরব আমিরাতের ক্রিকেটার উসমান খানকে ৫ বছরের নিষেধাজ্ঞা দিয়েছে এমিরেটস ক্রিকেট বোর্ড (ইসিবি)। এর ফলে ইসিবি আয়োজিত কোনো টুর্নামেন্টে আগামী ৫ বছর অংশ নিতে পারবেন না উসমান।

পাকিস্তানের অনুশীলন ক্যাম্পে যোগ দেওয়ায় উসমানকে ৫ বছরের নিষেধাজ্ঞা। সংযুক্ত আরব আমিরাত জাতীয় দলের হয়ে খেলার কথা থাকলেও সম্প্রতি পাকিস্তান জাতীয় দলের ক্যাম্পে ডাক পান উসমান। এবং তিনি সেখানে যোগ দেওয়ারও সম্মতি জানান। যা ইসিবির সঙ্গে হওয়া তার চুক্তির শর্তভঙ্গ। 

শর্তভঙ্গের অভিযোগে উসমান খানকে পাঁচ বছরের জন্য নিষিদ্ধ ঘোষণা করেছে সংযুক্ত আরব আমিরাত ক্রিকেট বোর্ড (ইসিবি)। এই নিষেধাজ্ঞার কারণে ২০২৯ পর্যন্ত ইসিবি আয়োজিত কোনো ধরনের টুর্নামেন্টে অংশ নিতে পারবেন না উসমান। যার অর্থ, এই পাকিস্তানি ব্যাটসম্যান আইএলটি-টোয়েন্টি, টি-টেনের মতো লিগগুলোতে খেলতে পারবেন না। 

ইসিবি বিজ্ঞপ্তিতে জানিয়েছে, উসমান সংযুক্ত আরব আমিরাত ক্রিকেট বোর্ডের সঙ্গে চুক্তি লঙ্ঘন করেছেন। সেই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘উসমান সংযুক্ত আরব আমিরাতের হয়ে খেলা নিয়ে মিথ্যা বর্ণনা দিয়েছে। সে ইসিবি কর্তৃক সুবিধা গ্রহণ করেছে, এটা স্পষ্ট সে আর ইসিবির হয়ে খেলতে চায় না কিংবা সংযুক্ত আরব আমিরাতের হয়ে খেলতে হলে বাকি যে প্রক্রিয়া অনুসরণ করতে হবে, সেটা শেষ করতে চায় না।’

উসমান চলতি বছরে ইন্টারন্যাশনাল টি-টোয়েন্টি লিগে আরব আমিরাতের স্থানীয় ক্রিকেটার হিসেবে অংশগ্রহণ করেছিলেন। এই নিষেধাজ্ঞার ফলে তিনি আগামী ৫ বছর এই টুর্নামেন্টে অংশগ্রহণ করতে পারবেন না। খেলতে পারবেন না টি–টেন লিগেও।

Details Bottom
Details ad One
Details Two
Details Three