Image

ভারতের প্রধান কোচ হলেন গৌতম গম্ভীর

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 4 মাস আগেআপডেট: 1 সেকেন্ড আগে
ভারতের প্রধান কোচ হলেন গৌতম গম্ভীর

ভারতের প্রধান কোচ হলেন গৌতম গম্ভীর

ভারতের প্রধান কোচ হলেন গৌতম গম্ভীর

অবশেষে সব গুঞ্জনকে সত্য প্রমাণ করে ভারতীয় জাতীয় ক্রিকেট দলের প্রধান কোচ হতে যাচ্ছেন গৌতম গম্ভীর। ভারতীয় ক্রিকেট  বোর্ডের সেক্রেটারি জয় শাহ একটি টুইট করে নিশ্চিত করেন বিষয়টি। গম্ভীর তিন সংস্করণে ভারতের কোচ হয়েছেন ২০২৭ সালের ডিসেম্বর পর্যন্ত। 

মঙ্গলবার টুইটারে জয় শাহ, গৌতম গম্ভীর কে স্বাগত জানিয়ে লেখেন, 'ভারত দলের প্রধান কোচ হিসেবে আনন্দের সাথে স্বাগতম জানাচ্ছি গৌতম গম্ভীরকে। আধুনিক যুগের ক্রিকেট দ্রুত বিকশিত হচ্ছে। আর এই পরিবর্তন খুব কাছ থেকে দেখেছে গম্ভীর। তার ক্যারিয়ার জুড়ে বিভিন্ন ভূমিকায় ছিলেন পারদর্শী। আমি বিশ্বাস করি, ভারতের ক্রিকেটকে এগিয়ে নিতে গৌতম গম্ভীরই আদর্শ ব্যক্তি।'

গৌতম গম্ভীরের স্পষ্ট দৃষ্টিভঙ্গির প্রসংশা করে জয় শাহ আরো লেখেন, 'ভারত দল নিয়ে তার স্পষ্ট দৃষ্টিভঙ্গি আর তার অভিজ্ঞতা এই রোমাঞ্চকর কোচিংয়ের দায়িত্ব নেওয়ার ক্ষেত্রে উপযুক্ত করে তুলেছে। তিনি তার এই নতুন জার্নিতে বিসিসিআইয়ের পূর্ন সমর্থন পাবেন।' 

 

It is with immense pleasure that I welcome Mr @GautamGambhir as the new Head Coach of the Indian Cricket Team. Modern-day cricket has evolved rapidly, and Gautam has witnessed this changing landscape up close. Having endured the grind and excelled in various roles throughout his… pic.twitter.com/bvXyP47kqJ

— Jay Shah (@JayShah) July 9, 2024

যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠিত হয়ে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতে শেষ হয়েছে কোচ হিসাবে রাহুল দ্রাবিড়ের যাত্রা। নতুন কোচ কে হবেন তাতে জোরেশোরেই শোনা যাচ্ছিলো গৌতম গম্ভীরের নাম। জানা যায়, বিসিসিআই গম্ভীরের সঙ্গে আলোচনা শুরু করে দিয়েছিল ২০২৪ আইপিএল চলার সময়েই। 

এবারের আইপিএলে শিরোপা জিতেছে কোলকাতা নাইট রাইডার্স। আর কলকাতা নাইট রাইডার্সের ‘মেন্টর’ হিসেবে কাজ করছিলেন গম্ভীর। কখনোই কোচিং করানোর অভিজ্ঞতা না থাকলেও আইপিএলের এই অভিজ্ঞতায় ভারতীয় ক্রিকেট দলের প্রধান কোচ হয়েছেন গম্ভীর। 

জাতীয় দলের হয়ে ২০০৭ ও ২০১১ বিশ্বকাপ জিতেছেন গৌতম গম্ভীর। আইপিএলে কোলকাতা নাইট রাইডার্সের হয়ে জিতেছেন ২০১২ ও ২০১৪ সালের শিরোপা। এবার কোচ হয়ে ভারতীয় দলে কি সাফল্য নিয়ে আসতে পারেন এবার সেটাই দেখার অপেক্ষা।

Details Bottom