Image

সমালোচনায় মন ভেঙেছে হার্দিক পান্ডিয়ার, জানালেন মার্ক বাউচার

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 7 মাস আগেআপডেট: 1 সেকেন্ড আগে
সমালোচনায় মন ভেঙেছে হার্দিক পান্ডিয়ার, জানালেন মার্ক বাউচার

সমালোচনায় মন ভেঙেছে হার্দিক পান্ডিয়ার, জানালেন মার্ক বাউচার

সমালোচনায় মন ভেঙেছে হার্দিক পান্ডিয়ার, জানালেন মার্ক বাউচার

চলমান আইপিএলের ১৭ তম আসরে মুম্বাই ইন্ডিয়ান্সের অভিযান এরইমাঝে শেষ হয়ে গিয়েছে। এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে মুম্বাই ইন্ডিয়ান্সের পারফরম্যান্স শুরু থেকেই বেশ বিবর্ণ ছিল। আর সেকারণেই এই টুর্নামেন্টের তলানিতে দাঁড়িয়ে মুম্বাই ইন্ডিয়ান্স তাদের অভিযান শেষ করেছে। এই আসরে মুম্বাইকে নেতৃত্ব দিয়েছিলেন হার্দিক পান্ডিয়া। শুক্রবার রাতে দলের শেষ ম্যাচের পর মুম্বাই হেড কোচ মার্ক বাউচার একটি বড়সড় মন্তব্য করলেন।

তিনি সপাট জানিয়ে দিলেন যে এমন পারফরম্যান্সের পর হার্দিক নিজের উপরেই যথেষ্ট বীতশ্রদ্ধ ও হতাশ হবেন। 'পান্ডিয়াকে নিয়ে এত সমালোচনা করা হয়েছে, সেটাই ওর মনোবল ভেঙে দিয়েছে। এমনকী, ম্যাচ চলাকালীন সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রেও এটা বড়সড় প্রভাব ফেলেছে।' আরও বলেন এই অলরাউন্ডারের ওপর মুম্বাই ইন্ডিয়ান্সের ড্রেসিংরুমের পূর্ণ সমর্থন ছিল।

মৌসুম শুরুর আগে মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়ক করা নিয়ে পক্ষে–বিপক্ষে কম আলোচনা হয়নি। পান্ডিয়ার অধিনায়কত্ব পাওয়া ছিলো বিতর্কে ভরা। একজন ব্যাটার হিসেবে তিনি ১৪ ম্যাচে ১৮ এর কম গড়ে ২১৬ রান করেছেন এবং ১০.৭৫ ইকোনমি রেটে ১১ উইকেট নিয়েছেন।

সাবেক এই দক্ষিণ আফ্রিকান আরও যোগ করেন, 'মুম্বাই ইন্ডিয়ান্সের ড্রেসিংরুমে সকলেই হার্দিক পান্ডিয়াকে যথেষ্ট সাপোর্ট করেছে। অনেকে আবার ওকে এই সমস্যা থেকে বের করারও চেষ্টা করেছে। কিন্তু, একজন ক্রিকেটার সহজে এই বিষয়টা মানিয়ে নিতে পারবে না। এটাই চরম বাস্তব। এটা হার্দিককে অনেক শিক্ষা দেবে। আগামীদিনে অধিনায়ক হিসেবে ওকে আরও মজবুত করবে। এখন সময়টা সত্যিই বড় কঠিন। এটা কাটাতে পারলে আগামীদিনে হার্দিক আরও শক্তিশালী অধিনায়ক হয়ে উঠবেন। আশা করব, অধিনায়ক হার্দিকের জন্য ভালো কিছু অপেক্ষা করছে।' 

কোচ এদিন রোহিত শর্মাকে উদ্দেশ্য করে বলেন, 'যিনি ব্যাটসম্যান হিসেবে এমন একটি মৌসুম কাটিয়েছেন, ঠিক ১৫০ স্ট্রাইক রেটে ৩২.০৬ গড়ে ৪১৭ রান করেছেন। চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে তিনি একটি দুর্দান্ত সেঞ্চুরি করেছিলেন। সে আসরটি সত্যিই ভাল শুরু করেছিল, নেটেও ভাল করছিল।'

এ বছর পয়েন্ট টেবিলের তলানিতে থেকে টুর্নামেন্ট শেষ করেছে বাউচার শিষ্যরা। এটি একটি উদ্বেগের বিষয়, তিনি স্বীকার করেছেন, 'এর কারণ অবশ্যই এমন কিছু যা আমাদের একটি ফ্র্যাঞ্চাইজি হিসাবে মোকাবেলা করতে হবে এবং আমি নিশ্চিত যে আমরা সেটা করব।' 

আইপিএল শেষেই আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপে শিরোপাপ্রত্যাশী ভারতীয়দলকে নেতৃত্ব দেবেন রোহিত শর্মা। সেখানে তার ডেপুটি হিসেবে থাকছেন হার্দিক পান্ডিয়া। এদিকে, সদ্য আইপিএল থেকে বিদায় নেয়া মুম্বাইকে নেতৃত্ব দিয়েছেন হার্দিক, যে দলটিকে দীর্ঘ সময় নেতৃত্ব দিয়ে পাঁচটি শিরোপা জিতিয়েছেন রোহিত। চলতি মৌসুমে নেতৃত্বের এমন বিরাট পরিবর্তন মানতে পারেননি মুম্বাই সমর্থকরা। তারা টুর্নামেন্ট জুড়েই দুয়ো দিয়েছেন হার্দিককে। এতে বিপর্যস্ত হার্দিক দলকেও টেনে তুলতে ব্যর্থ হয়েছেন। এবার কি তাহলে বিশ্বকাপে রোহিতের হাতে অধিনায়কের আর্মব্যান্ড দেখে খুশির ভেলায় ভাসবেন ভারতীয় সমর্থকরা?

Details Bottom