Image

আইপিএলের মাঝে দুই দলে দুই পরিবর্তন

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 10 মাস আগেআপডেট: 1 সেকেন্ড আগে
আইপিএলের মাঝে দুই দলে দুই পরিবর্তন

আইপিএলের মাঝে দুই দলে দুই পরিবর্তন

আইপিএলের মাঝে দুই দলে দুই পরিবর্তন

চলমান আইপিএলের মাঝপথেই দলগুলো প্লেয়ার পরিবর্তনের হিড়িক। মুজিব উর রহমানের পরিবর্তে কোলকাতা নাইট রাইডার্স দলে যুক্ত হলেন আল্লাহ গজানফর; প্রসিধ কৃষ্ণার জায়গায় কেশব মহারাজ রাজস্থান রয়্যালসে।

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ কর্তৃপক্ষ এক বিবৃতিতে, কোলকাতা ও রাজস্থান ফ্র্যাঞ্চাইজির দুই পরিবর্তনের খবর জানিয়েছে। ইনজুরড মুজিব উর রহমানের স্থলাভিষিক্ত হিসেবে আল্লাহ গজানফর কেকেআরের স্কোয়াডে। এবং রাজস্থান রয়্যালস প্রসিধ কৃষ্ণের জায়গায় কেশব মহারাজকে দলে যোগ করে।

আল্লাহ গজানফার ২টি ওয়ানডেতে আফগানিস্তানের প্রতিনিধিত্ব করেছেন। ৩টি টি-টোয়েন্টি এবং ৬টি লিস্ট এ ম্যাচ খেলা এই তরুণের নামের পাশে যথাক্রমে ৫ ও ৪ উইকেট। ২০ লাখ রূপির ভিত্তি মূল্যে নাইট রাইডার্স ফ্র্যাঞ্চাইজিতে যোগ দিয়েছেন।

প্রসিধ কৃষ্ণার সম্প্রতি বাম প্রক্সিমাল কোয়াড্রিসেপ টেন্ডনে অস্ত্রোপচার হয়েছে এবং বর্তমানে তিনি সেরে উঠার প্রক্রিয়ায়। তার স্থলাভিষিক্ত কেশব মহারাজ, একজন অভিজ্ঞ দক্ষিণ আফ্রিকান ক্রিকেটার। ২৭ টি-টোয়েন্টি, ৪৪ টি ওয়ানডে এবং ৫০ টি টেস্ট খেলেছেন এবং আন্তর্জাতিক ক্রিকেটে মোট ২৩৭ টি উইকেট শিকার করেছেন।

এর বাইরে ১৫৯ টি-টোয়েন্টি ম্যাচ খেলে ১৩০ উইকেট তুলেছেন। রাজস্থান তাকে স্কোয়াডে যুক্ত করেছে ৫০ লাখ রূপির বেস প্রাইজে।

Details Bottom
Details ad One
Details Two
Details Three