জাতীয় দলে ফিরতে তামিমকে আরও সময় দিয়েছে বিসিবি
জাতীয় দলে ফিরতে তামিমকে আরও সময় দিয়েছে বিসিবি
জাতীয় দলে ফিরতে তামিমকে আরও সময় দিয়েছে বিসিবি
আসন্ন আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে তামিম ইকবাল খেলবেন? এই ইস্যুতে বিপিএলের মাঝেই তামিমের সাথে আলোচনায় বসে বাংলাদেশ জাতীয় দলের প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু। ক্রিকেটে ফেরার বিষয়ে তামিমকে সময় দিয়েছেন নির্বাচকরা। তামিমও বিসিবিকে রাখলেন অপেক্ষায়।
আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির বাংলাদেশ দলে থাকার জন্য তামিম ইকবালকে অনুরোধ করেছে বিসিবির নির্বাচক কমিটি। এমনকি অধিনায়ক নাজমুল হোসেন শান্তও তামিমকে তার দলে চান। আজ গ্র্যান্ড সিলেট হোটেল এন্ড রিসোর্টে তামিম ইকবাল ও গাজী আশরাফ হোসেন লিপুর নির্বাচক কমিটি লম্বা সময়ের বৈঠক করে। যেখানে আরও সময় চেয়েছেন অভিজ্ঞ ওপেনার তামিম, 'দেখেন, সময় একটা গুরুত্বপূর্ণ ইস্যু। কোন সময়, কখন, কোন বিষয়ে এরকম একটা ইস্যুর ব্যাপারে.. আমার মনে হয় যে যাকে নিয়ে আমরা কথা বলছি, তামিম ইকবাল। আসলে তার মুখ থেকে শোনা, তার কাছ থেকে বক্তব্য আসাটা খুব গুরুত্বপূর্ণ। আমাদের হয়তো দিন দুয়েক, তিনেক আমাদের একটু অপেক্ষা করতে হবে।'
তামিমের সাথে লম্বা সময়ের আলোচনার পর গণমাধ্যমের সামনে এসে গাজী আশরাফ হোসেন লিপু বললেন, 'তামিম ইকবালের আন্তর্জাতিক ক্রিকেট নিয়ে আপনাদের একটা আগ্রহ থাকবে। এটা খুবই স্বাভাবিক। এ ব্যাপারটা নিয়ে এর আগেই হয়তো তামিমের সঙ্গে আমাদের আরেকটু আলোচনা হতে পারতো। যাই হোক, সামনে আমাদের একটা বড় ইভেন্ট আছে। আলোচনা হয়েছে। কিন্তু কোন আলোচনাই সঙ্গে সঙ্গে ওই মুহূর্তে একটা সিদ্ধান্তে উপনীত হওয়া যায় না। কারণ এটা অনেক বড় একটা সিদ্ধান্ত।'
চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য দল ঘোষণার শেষ সময় আগামী ১২ জানুয়ারি। এর আগে তামিমকে তার ‘বন্ধুবান্ধব ও পরিবারের’ সঙ্গে কথা বলতে সময় দিয়েছেন নির্বাচকরা, 'তামিমের ঘনিষ্ঠজন, পরিবার, বন্ধু-বান্ধব অনেক সময়, কিংবা তার প্রিয় কোচ অথবা শুভাকাঙ্ক্ষী তাদের সঙ্গে আলাপ আলোচনার একটা ব্যাপার থাকে। সেক্ষেত্রে একটু সময় নেওয়ার তো ব্যাপার এসেই যায়। আমাদের যেহেতু ১২ তারিখে দল ঘোষণা করতে হবে, তার আগেই আমাদেরকে দলটা দিতে হবে বোর্ডের কাছে। আমাদের কাছে মনে হয়েছে সময় আছে, লেট হিম টেক টাইম, তাড়াহুড়োর কিছু নাই। তিনি একটা টুর্নামেন্ট খেলছেন, আমাদের প্রাথমিক আলোচনা আমরা সেরে নিয়েছি।'
বিসিবিকেও অপেক্ষায় রাখলেন তামিম। প্রধান নির্বাচক বাকি সবাইকে বললেন আরও কয়েকদিন অপেক্ষা করতে, 'এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্তের জন্য আমাদের একটু অপেক্ষা করতে হবে। সে সিদ্ধান্তের জন্য তামিম ইকবালকে একটু সময় দিতে হবে। '
'এটা তো খুব পরিষ্কার ব্যাপার, চারদিন তো অনেক সময় আমাদের জন্য। আমাদের তো একটা হোমওয়ার্ক করা আছে কেমন হতে পারে। কিংবা ছকটা তো আমাদের তৈরি করা আছে। সেই ছকটা পূরণ করে বোর্ডের কাছে দেওয়া আমাদের জন্য খুব বেশি একটা সময়ের ব্যাপার না। আমরা তামিম ইকবালের মতো একজন খেলোয়াড়কে সম্মান জানাই। তার সিদ্ধান্তেরও সম্মান জানােই আমরা। সেজন্য তিনি যদি একটু সময় নিতে চান আমাদের কাছ থেকে, আমার মনে হয় এটা ফেয়ার এনাফ। আমি বোর্ডের সঙ্গে কথা বলেছি, তাদেরও কোন অসুবিধা নেই। কাজেই আপনাদেরকে কিছুক্ষণ সময় ধৈর্যশীল থাকতে হবে। অনেকদিন তো আপনারা অপেক্ষা করলেন সিদ্ধান্তের জন্য। এখানে তাড়া নেই। বেশি তাড়াহুড়ো করলে কিন্তু রান আউট হতে হয়!'