প্রচন্ড জ্বর দেখে লিটনকে হোটেলে রেখেই মাঠে চলে আসে দল
প্রচন্ড জ্বর দেখে লিটনকে হোটেলে রেখেই মাঠে চলে আসে দল
প্রচন্ড জ্বর দেখে লিটনকে হোটেলে রেখেই মাঠে চলে আসে দল
মাহিদুল ইসলাম অঙ্কন ম্যাচের এক দিন আগে হয়তো কল্পনাও করেননি তিনি বাংলাদেশের হয়ে একদিন পর টেস্ট ম্যাচ খেলবেন। জাকের আলি অনিকের চোট, লিটন দাসের অসুস্থতার কারণে অনেকটা চমক হিসেবেই চট্টগ্রাম টেস্টে অভিষেক ক্যাপ পেয়ে যান অঙ্কন। হেড কোচ ফিল সিমন্স সংবাদ সম্মেলনে এসে জানালেন কিভাবে দলে যুক্ত হয়েছেন এই উইকেটকিপার ব্যাটার।
আগের দিন জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ব্যাটিং অনুশীলন করে গেলেও পরদিন ম্যাচ খেলা হয়নি উইকেটকিপার লিটন দাসের। ম্যাচের আগের রাত থেকে তিনি ভুগছেন জ্বরে। ম্যাচের দিন সকালে যখন খেলোয়াড়রা হোটেল ছেড়ে মাঠে আসার বাস ধরবেন, তখনও প্রচন্ড জ্বরে কাবু লিটন। তাই স্বাভাবিকভাবেই লিটনকে একাদশের বাইরে রাখার সিদ্ধান্ত নেয় টিম ম্যানেজমেন্ট।
প্রথম দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে আসা হেড কোচ ফিল সিমন্স বললেন অঙ্কনের এমনভাবে আচমকা অভিষেকের কারণ, 'লিটন সুস্থ ছিল না দেখেই অঙ্কন দলে এসেছে। একইসাথে সে একজন উইকেটরক্ষক। জাকের আলিও কনকাশনের শিকার, না হলে সে-ই থাকত একাদশে। এটা অবশ্যই আদর্শ উপায় নয় স্কোয়াডে অন্তর্ভুক্ত করার। তবে এমনটা হতেই পারে। আশা করি সে সুযোগ কাজে লাগাবে।'
পুরো স্কোয়াড মাঠে থাকলেও লিটন দাস সারাদিন টিম হোটেলে ছিলেন। তাই তার বর্তমান অবস্থা জানেন না হেড কোচ। তবে সকালে যেমন দেখে আসলেন লিটনকে, 'আজ সকালে আমরা যখন রওনা হলাম তখন তার সত্যিই খুব জ্বর ছিল। এখনো আপডেট জানি না।'
মিরপুরে অভিষেক ম্যাচ খেলা জাকের আলি অনিক চোটের কারণে নেই সাগরিকায়, তার জায়গায় আগের দিন স্কোয়াডে যুক্ত হন উইকেটকিপার ব্যাটার মাহিদুল ইসলাম অঙ্কন। গত রাত থেকে লিটন দাস অসুস্থ। ভাইরাল জ্বরের কারণে ছিটকে গেছেন এই উইকেটকিপারও। ফলে একপ্রকার বাধ্য হয়েই টাইগার টিম ম্যানেজমেন্ট গ্লাভস তুলে দিয়েছে অভিষিক্ত মাহিদুল অঙ্কনের হাতে।