Image

বাংলাদেশের বিপক্ষে সিরিজ জিততে চায় ওয়েস্ট ইন্ডিজ

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 8 ঘন্টা আগেআপডেট: 1 সেকেন্ড আগে
বাংলাদেশের বিপক্ষে সিরিজ জিততে চায় ওয়েস্ট ইন্ডিজ

বাংলাদেশের বিপক্ষে সিরিজ জিততে চায় ওয়েস্ট ইন্ডিজ

বাংলাদেশের বিপক্ষে সিরিজ জিততে চায় ওয়েস্ট ইন্ডিজ

কথায় আছে শেষ ভালো যার সব ভালো তার; ওয়েস্ট ইন্ডিজের কোচ আন্দ্রে কুলি ও বোধ হয় বিশ্বাস করেন এই কথায়। জানুয়ারিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজ ড্র টাই ছিলো ক্যারিবিয়ানদের সাফল্য তারপর থেকে হেরেই চলছে দলটি। বর্তমানে রয়েছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের তলানিতে। তবে বছরের শেষ ২ সিরিজে বাংলাদেশ ও পাকিস্তানের বিপক্ষে জয় দিয়ে বছর টা শেষ করে ঘুরে দাড়াতে চান আন্দ্রে কুলি।

পাকিস্তানে সফরের আগে বাংলাদেশের বিপক্ষে জিততে চায় ওয়েস্ট ইন্ডিজ। বৃহস্পতিবার ম্যাচের আগে সেই কথাই বললেন কুলি, 'জয় দিয়ে বছরটা শেষ করা খুবই গুরুত্বপূর্ণ। কারণ দক্ষিণ আফ্রিকা সিরিজের হতাশা থেকে ঘুরে দাঁড়াতে হবে।' 

বাংলাদেশের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের প্রস্তুতি নিয়ে কুলি বলেছেন, 'এর আগে প্রথম তিন-চার দিন বৃষ্টি হানা দিলেও তার পর থেকে অ্যান্টিগায় আমরা কয়েকটি ভালো সেশন কাটিয়েছি। সবাই ফিট ও ভালো মানসিকতায় আছে।'

বাংলাদেশের সাথে খেলার পর পাকিস্তান সফরে যাবে ওয়েস্ট ইন্ডিজ। সেই প্রসঙ্গে কোচ বলেন, 'পাকিস্তানে যাওয়ার আগে ঘরের মাঠে আমাদের জয় পাওয়াটা খুব গুরুত্বপূর্ণ...বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের এই সংস্করণে আমরা আর এই চারটি টেস্টই খেলব। এ কারণে পাকিস্তানে যাওয়ার আগে মোমেন্টাম তুলে নিতে এই সিরিজে জয় পাওয়াটা গুরুত্বপূর্ণ।' 

উল্লেখ্য, কিছুদিন আগেই পাকিস্তানের ঘরের মাঠে তাদেরকে হোয়াইট ওয়াশ করেছে বাংলাদেশ। তবে ভারত ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হেরে বর্তমানে কিছুটা ব্যাকফুটে রয়েছে সফরকারীরা। অ্যান্টিগায় আগামীকাল বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হবে প্রথম টেস্ট।

Details Bottom
Details ad One
Details Two
Details Three