Image

জ্যামাইকাতে বাংলাদেশের দ্বিতীয় টেস্টে টস বিলম্ব

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 3 সপ্তাহ আগেআপডেট: 1 সেকেন্ড আগে
জ্যামাইকাতে বাংলাদেশের দ্বিতীয় টেস্টে টস বিলম্ব

জ্যামাইকাতে বাংলাদেশের দ্বিতীয় টেস্টে টস বিলম্ব

জ্যামাইকাতে বাংলাদেশের দ্বিতীয় টেস্টে টস বিলম্ব

বাংলাদেশকে ২০১ রানে হারিয়ে টেস্ট সিরিজ শুরু করে ওয়েস্ট ইন্ডিজ। অ্যান্টিগা টেস্টে বড় ব্যবধানে হারের পর সিরিজে সমতা ফেরাতে আজ জ্যামাইকার স্যাবাইনা পার্কে লড়াইয়ে নামছে বাংলাদেশ। তবে ভেজা আউটফিল্ডের কারণে নির্ধারিত সময়ে হয়নি টস। অপেক্ষা বাড়ছে ম্যাচ শুরুর। মাঠকর্মীরা মাঠ খেলার উপযুক্ত করলে আম্পায়াররা পর্যবেক্ষণ করে নতুন সময় জানিয়ে দেবেন।

দ্বিতীয় টেস্টের প্রথম দিনেই বাগড়া দিয়েছে বিরূপ প্রকৃতি। ভেজা আউটফিল্ডের কারণে টস আনুষ্ঠানিকভাবে বিলম্বিত হয়েছে। আম্পায়াররা বাংলাদেশ সময় রাত ১০টায় মাঠ পরিদর্শন করার সিদ্ধান্ত নিয়েছেন। আউটফিল্ড প্রস্তুতের কাজে ব্যস্ত স্যাবাইনা পার্কের মাঠকর্মীরা। 

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সর্বশেষ টেস্টের দুই ইনিংসে যথাক্রমে ২৬৯/৯ ও ১৩২ রানে থামে বাংলাদেশ। এবার কী করবে মিরাজের দল?

পাকিস্তানকে ২–০ ব্যবধানে সিরিজ হারানোর পর এরপর আর সাদা পোশাকে জয় দেখেনি বাংলাদেশ। ভারত, দক্ষিণ আফ্রিকা, চলমান ওয়েস্ট ইন্ডিজ সিরিজ মিলিয়ে মোট ৫ টেস্ট পরাজিত। টানা পরাজয়ে ব্যাকফুটে থাকা মেহেদী হাসান মিরাজের দল এই টেস্ট জয়েই রাঙাতে চাইবে। আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ২০২৩-২৫ চক্রে বাংলাদেশের শেষ ম্যাচ এটি। 

বাংলাদেশের সেরা একাদশে আসতে পারে পরিবর্তন। ওপেনার মাহমুদুল হাসান জয়ের পরিবর্তে সাদমান ইসলাম। আগের টেস্টে ব্যর্থ হওয়া জাকির হাসান বাদ গেলে তার জায়গায় খেলবেন মাহিদুল ইসলাম অংকন। শরিফুল ইসলামেরও একাদশের বাইরে যাবার সম্ভাবনা আছে, তাহলে খেলবেন নাহিদ রানা। 

দুই ম্যাচের সিরিজে ওয়েস্ট ইন্ডিজ ১–০ ব্যবধানে এগিয়ে। আজ শনিবার জ্যামাইকায় শুরু হওয়ার কথা দ্বিতীয় ও শেষ টেস্ট।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ- শাহাদাত হোসেন দিপু, মাহমুদুল হাসান জয়, জাকির হাসান, মুমিনুল হক, লিটন কুমার দাস (উইকেটকিপার), জাকের আলি অনিক, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), তাইজুল ইসলাম, শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ। 

ওয়েস্ট ইন্ডিজের সম্ভাব্য একাদশ-ক্রেইগ ব্র্যাথওয়েট (ক্যাপ্টেন), জশুয়া ডা সিলভা (ভাইস-ক্যাপ্টেন), অ্যালিক অ্যাথানাজে, কেসি কার্টি, জাস্টিন গ্রিভস, কাভেম হজ, আলজারি জোসেফ, শামার জোসেফ, মিকাইল লুইস, কেমার রোচ, জেইডেন সিলস। 

Details Bottom
Details ad One
Details Two
Details Three