অবশেষে পেলেন ভিসা, বিমান ধরলেন নাসুম ও নাহিদ রানা
- 
                        
                            1
                            
ভারতীয় নারীদের বিশ্বকাপ জয়ের সাথে রেকর্ড পরিমাণ পুরস্কার
 - 
                        
                            2
                            
নারী ক্রিকেট বিশ্বকাপে ভারতের স্বপ্নপূরণ
 - 
                        
                            3
                            
গুরবাজ-জাদরানের ঝড়ে জিম্বাবুয়েকে ক্লিন সুইপ করল আফগানিস্তান
 - 
                        
                            4
                            
পোস্টার বিতর্কে মুখ খুললেন আসিফ আকবর, বললেন সাকিবের প্রতি সফট কর্নারের কথা
 - 
                        
                            5
                            
হঠাৎ উধাও ভারতীয় লিগের আয়োজকেরা, বিপাকে গেইল-পেরেরা, অংশ নেয়ার কথা হিল সাকিবেরও
 
                                অবশেষে পেলেন ভিসা, বিমান ধরলেন নাসুম ও নাহিদ রানা
অবশেষে পেলেন ভিসা, বিমান ধরলেন নাসুম ও নাহিদ রানা
গত রাতে বড় পরাজয়ে সংযুক্ত আরব আমিরাতের শারজাহতে শেষ হয়েছে বাংলাদেশ-আফগানিস্তানের মধ্যকার প্রথম ওয়ানডে। তবে তখনও বাংলাদেশই ছাড়তে পারেননি স্কোয়াডের অংশ নাহিদ রানা ও নাসুম আহমেদ। প্রথম ম্যাচ খেলা না হলেও সুখবর পেয়েছেন দুজনই। কেটেছে তাঁদের ভিসা জটিলতা, দুজনই সংযুক্ত আরব আমিরাতের বিমানে বসলেন আজ সকালে।
আফগানিস্তানের বিপক্ষে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছিল বাংলাদেশ। তবে সঠিক সময় ভিসা না হওয়ায় নাহিদ ও নাসুমকে ছাড়াই দুইটি ভিন্ন গ্রুপে ১৩ ক্রিকেটার সংযুক্ত আরব আমিরাত যায়। আজ ১৩ জন থেকেই সেরা এগার বেছে নেয় টিম ম্যানেজমেন্ট।
প্রথম ম্যাচের আগে সংবাদ সম্মেলনে বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বলেছিলেন তিনি বিশ্বাস করেন দুজন দ্রুতই দলের সঙ্গে যোগ দিবেন। হচ্ছেও তাই, আজই টাইগার স্কোয়াডের সঙ্গী হবেন নাহিদ ও নাসুম।
বুধবার ভিসা প্রাপ্তি নিশ্চিত হওয়ায় বৃহস্পতিবার সকাল ১০ টায় সংযুক্ত আরব আমিরাতের বিমান ধরলেন নাসুম আহমেদ ও নাহিদ রানা। সিরিজের বাকি থাকা দুই ওয়ানডে মাঠে গড়াবে ৯ ও ১১ নভেম্বর।
আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজের জন্য বাংলাদেশ স্কোয়াড:
সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, জাকির হাসান, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, তাওহীদ হৃদয়, জাকার আলি অনিক, মেহেদী হাসান মিরাজ (সহ-অধিনায়ক), রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, নাহিদ রানা।
বাংলাদেশের বিপক্ষে আফগানিস্তানের স্কোয়াড:
হাশমতউল্লাহ শহীদি (অধিনায়ক), রহমত শাহ (সহ-অধিনায়ক), রহমানউল্লাহ গুরবাজ (উইকেটকিপার), ইকরাম আলিখিল (উইকেটকিপার), আবদুল মালিক, রিয়াজ হাসান, সেদিকউল্লাহ অটল, দারউইশ রাসুলি, আজমতউল্লাহ ওমরজাই, মোহাম্মদ নবী, গুলবেদিন নাইব, রাশিদ খান, নাঙ্গিয়াল খারোতি, আল্লাহ গজানফর, নুর আহমেদ, ফজলহক ফারুকি, বিলাল সামি, নাভিদ জাদরান ও ফরিদ আহমদ মালিক।
