দুই ম্যাচেই দলের পক্ষে সেরা, তবুও খুশি না শান্ত
দুই ম্যাচেই দলের পক্ষে সেরা, তবুও খুশি না শান্ত
দুই ম্যাচেই দলের পক্ষে সেরা, তবুও খুশি না শান্ত
টেস্ট ও টি-টোয়েন্টিতে বাজে সময় কাটালেও ওয়ানডে ফরম্যাটে দুর্দান্ত ফর্মে রয়েছেন বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। শারজায় প্রথম ম্যাচে ৩ রানের জন্য অর্ধশতক মিস করার আক্ষেপ দ্বিতীয় ম্যাচে ঘোচালেন। অবশ্য ৭৬ রানের ইনিংসের পরও থাকতে পারে সেঞ্চুরি মিসের আক্ষেপ, ইনিংস আরো বড় করতে না পারার আক্ষেপ।
১১৯ বলে ৭৬ রানের অধিনায়ক শান্তর ইনিংসটা ধীরগতির হলেও দলের জন্য ছিলো কার্যকর। তবুও নিজের পারফরম্যান্সে খুশি নন শান্ত। ম্যাচে শেষে সঞ্চালকের সাথে আলাপচারিতায় জানালেন এমনটাই,
"খুব সত্যি বলতে, আমি খুশি নই। আমাকে একটু বেশি সময় ব্যাট করতে হবে। উইকেটটা কঠিন ছিল, বিশেষ করে স্পিনারদের বিপক্ষে। কিন্তু যেভাবে শুরু করেছি, আমার ইনিংস নিয়ে তাতে আমি খুশি ছিলাম।"
প্রথম ওয়ানডেতে আফগানদের কাছে ৯২ রানে হারের পর দ্বিতীয় ম্যাচে ৬৮ রানে জিতে ঘুরে দাড়িয়েছে বাংলাদেশ। টাইগারদের এখনো সুযোগ থাকছে তৃতীয় ও শেষ ম্যাচ জিতে সিরিজ জয় করার। শান্ত বলেন,
"কিছুটা ভালো লাগছে কিন্তু তবুও কিছু ব্যাপার থাকে। অপেক্ষা করতে হবে পরের ম্যাচ পর্যন্ত। সত্যি বলতে আমি খুশি নই। স্পিনের বিপক্ষে উইকেট কঠিন ছিল বলে সম্ভবত আমাকে একটু বেশিক্ষণ ব্যাট করতে হতো।"
সময় মত ব্রেক থ্রু এনে বাংলাদেশের জয়ে বড় অবদান ছিলো দুই স্পিনার মেহেদি হাসান মিরাজ ও নাসুম আহমেদের। তাছাড়া তাসকিন ও জাকেরের প্রসংশা করে শান্ত বলেন,
"মিরাজ ও নাসুম যেভাবে বোলিং করেছেন- কৃতিত্ব তাদের। আর তাসকিন নতুন বলে গুরবাজকে আউট করেছে। সে একজন গুরুত্বপূর্ণ ব্যাটার। তারা যেভাবে খেলাটাশেষ করেছে তাতে খেলায় গতি পেয়েছি। এজন্যই আমি জাকেরকে লেয়ার মিডল অর্ডারে চাই।"