Image

বাংলাদেশকে ম্যাচে ফেরালেন নাহিদ রানা, হাসান মাহমুদ

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: 8 ঘন্টা আগেআপডেট: 1 সেকেন্ড আগে
বাংলাদেশকে ম্যাচে ফেরালেন নাহিদ রানা, হাসান মাহমুদ

বাংলাদেশকে ম্যাচে ফেরালেন নাহিদ রানা, হাসান মাহমুদ

বাংলাদেশকে ম্যাচে ফেরালেন নাহিদ রানা, হাসান মাহমুদ

সিলেট টেস্টের দ্বিতীয় দিনের সকালটা কেবলই বাংলাদেশের। প্রথম দিনের পুরাটা সময় জিম্বাবুয়ের রাজত্ব চললেও নতুন দিন সাফল্য দিয়ে শুরু করল টাইগাররা। নাহিদ রানার জোড়া শিকার পর হাসান মাহমুদ উড়িয়ে দিলেন নিক উয়েলচের অফ স্টাম্প। একে একে ৩ উইকেট নিয়ে জিম্বাবুয়ের টপ অর্ডার ভেঙে দেন নাহিদ রানা।

বাংলাদেশকে ১৯১ রানে অলআউট করে বিনা উইকেটে ৬৭ রান তুলে প্রথম দিনের খেলা শেষ করে জিম্বাবুয়ের দুই ওপেনার ব্রায়ান বেনেট ও বেন কারেন। ১০ উইকেট হাতে নিয়ে আজ খেলা শুরু করে সকালের সেশনে জিম্বাবুয়ে হারায় ৪ উইকেট।

বল হাতে দাপট দেখিয়ে দ্বিতীয় দিনের সকালের সেশনটা পুরোপুরি নিজেদের করে নিয়েছে নাজমুল হোসেন শান্তর দল। প্রথম ইনিংসে এখনও ৫৮ রানে পিছিয়ে সফরকারীরা। সেশনে ৬৬ রানের বিপরীতে জিম্বাবুয়ে হারিয়েছে ৪ উইকেট।

আগের দিন শেষ বিকেলে ৬৭ রান করা জিম্বাবুয়ে আজ কেবল ২ রান করতেই ভাঙে উদ্বোধনী জুটি। নাহিদ রানার বাউন্সার সামলাতে ব্যর্থ হয়ে শর্ট লেগে ক্যাচ দেন ৫৫ বলে ১৮ রানে থাকা বেন কারেন। এরপর আবার নাহিদ রানার আঘাত, এবার উইকেট হারালেন ফিফটি হাঁকিয়ে ৫৭ রানে থাকা আরেক ওপেনার ব্রায়ান বেনেট।

পরের ওভারে আরও এক উইকেট হারিয়ে বসে জিম্বাবুয়ে। হাসান মাহমুদের বলে অফ স্টাম্প উড়ে যায় ২ রানে থাকা নিক উয়েলচের। ধুঁকতে থাকা জিম্বাবুয়ের ক্যাপ্টেন ক্রেইগ আরভিন বিদায় নেন লাঞ্চ বিরতির ঠিক আগ মুহূর্তে। ৩৯ বল খেলা আরভিন ৮ রানের বেশি করতে পারেননি। উইলিয়ামস-আরভিন জুটির প্রতিরোধ ভেঙে বাংলাদেশকে আবার ব্রেকথ্রু এনে দেন নাহিদ রানা।

শন উইলিয়ামস অপরাজিত আছেন ৩৩ রানে। নতুন ব্যাটার ওয়েসলি মাধেভেরে ৩ বল খেলে রান পেয়েছেন ৪। ৩৮ ওভারে ৪ উইকেটে জিম্বাবুয়ের রান ১৩৩।

Details Bottom
Details ad One
Details Two
Details Three