যেমন হল এলপিএলের ৫ দল
যেমন হল এলপিএলের ৫ দল
যেমন হল এলপিএলের ৫ দল
এবারের লঙ্কা প্রিমিয়ার লিগে অংশ নিবে ৫ দল। যেখানে দুই দলে আছে একাধিক বাংলাদেশি খেলোয়াড়। আজ (২৫ জুন) ৫ টি ফ্র্যাঞ্চাইজির পূর্ণ স্কোয়াড ঘোষণা করেছে শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)।
ক্যান্ডি, ডাম্বুলা ও কলম্বো- এই তিন শহরে আগামী ১ জুলাই থেকে শুরু হবে এলপিএল (লঙ্কা প্রিমিয়ার লিগ) এর ৫ম আসর।
ডাম্বুলা সিক্সার্সে অবশ্য আছেন একাধিক বাংলাদেশি। মুস্তাফিজুর রহমান ও তাওহীদ হৃদয় প্রতিনিধিত্ব করবেন এই ফ্র্যাঞ্চাইজিকে। কলম্বো স্ট্রাইকার্স স্কোয়াডে বাংলাদেশি মুখ তাসকিন আহমেদ।
ডাম্বুলা সিক্সার্স ও গল মার্ভেলসে আছে ২৩ জন করে ক্রিকেটার। সর্বোচ্চ ২৪ সদস্যের স্কোয়াড জাফনা কিংসের। ২০ জনের দল তাসকিনের কলম্বো। বি-লাভ ক্যান্ডি আসন্ন আসরের স্কোয়াডে রেখেছে ২১ ক্রিকেটার।
ডাম্বুলা সিক্সার্স স্কোয়াড-
কুশল জেনিত পেরেরা, দুশান হেমন্ত, প্রবীন জয়াবিক্রমা, দিলশান মাদুশঙ্কা, নুয়ান থুশারা, মুস্তাফিজুর রহমান, ইব্রাহিম জাদরান, লাহিরু উদারা, আকিলা ধনঞ্জয়া, দানুশকা গুনাথিলাকা, নুয়ানিন্দু ফার্নান্দো, নুয়ান প্রদীপ, রমেশ সিলভা, লাহিরু মাদুশঙ্কা, সোনাল দিনুশা, রিজা হেনড্রিক্স, মার্ক চ্যাপম্যান, সাচিতা জয়াতিলাক, তাওহীদ হৃদয়, নিমেশ ভিমুখতি, মোহাম্মদ নবি, আসাঙ্কা মনোজ ও চামিন্দু বিক্রমাসিংহে।
কলম্বো স্ট্রাইকার্স স্কোয়াড-
থিসারা পেরেরা, চামিকা করুনারত্নে, নিপুন ধনঞ্জয়া, সাদিরা সামারাবিক্রমা, শাদাব খান, গ্লেন ফিলিপস, চমিকা গুনাসেকরা, দুনিথ ওয়েল্লালাগে, রহমানউল্লাহ গুরবাজ, তাসকিন আহমেদ, অ্যাঞ্জেলো পেরেরা, শেভন ড্যানিয়ে, বিনুরা ফার্নান্দো, গারুকা সানকেথ, মাথিশা পাথিরানা, শেহান ফার্নান্দো, কাভিন বান্দারা, ইসিথা বিজেসুন্দরা, মোহাম্মদ ওয়াসিম, আল্লাহ ঘাজানফার।
গল মার্ভেলস স্কোয়াড-
নিরোশান ডিকওয়েলা, ভানুকা রাজাপাকসে, লাসিথ ক্রসপুলে, মাহেশ থিকশানা, টিম সেইফার্ট, অ্যালেক্স হেলস, জানিথ লিয়ানাগে, ডোয়াইন প্রিটোরিয়াস, সাহান আরচ্চিগে, লাহিরু কুমারা, প্রবাথ জয়সুরিয়া, শন উইলিয়ামস, জাহুর খান, মালশা থারুপতি, সাদিশা রাজাপাকসে, মোহাম্মদ সিরাজ, ইসুরু উদানা, ধনঞ্জয়া লাকসান, পাসিন্দু সুরিয়াবান্দারা, কাভিন্দু নাদিশান, মুজিব উর রহমান, চামিন্দু বিজেসিংহে, জেফরি ভ্যান্ডারসে।
বি-লাভ ক্যান্ডি স্কোয়াড-
ওয়ানিন্দু হাসারাঙ্গা, দুশমান্থ চামিরা, কামিন্দু মেন্ডিস, অ্যাঞ্জেলো ম্যাথুস, আন্দ্রে ফ্লেচার, মোহাম্মদ হারিস, আশেন বান্দারা, দিনেশ চান্দিমাল, দাসুন শানাকা, রমেশ মেন্ডিস, দিমুথ করুনারত্নে, মোহাম্মদ হাসনাইন, পবন রথনায়েক, চামাথ গোমেজ, চতুরঙ্গ ডি সিলভা, কাবিন্দু পাথিরত্নে, লাকসান সান্দাকান, সাম্মু আশান, সালমান আলি আগা, মোহাম্মদ আলি ও কাসুন রাজিথা।
জাফনা কিংস স্কোয়াড-
চারিথ আসালাঙ্কা, বিজয়াকান্ত বিয়াসকান্থ, কুশল মেন্ডিস, আভিষ্কা ফার্নান্দো, আজমতউল্লাহ ওমরজাই, নূর আহমেদ, রাইলি রুশো, ফ্যাবিয়ান অ্যালেন, ধনঞ্জয়া ডি সিলভা, প্রমোদ মাদুশান, জেসন বেহরেনডর্ফ, অসিথা ফার্নান্দো, ভিশাদ রান্ডিকা, লাহিরু সামারাকন, ঈশান মালিঙ্গা, অ্যালেক্স রস, আহান বিক্রমাসিংহে, ভানুজা সাহান, মারভিন অবিনাশ, আরুল প্রগাসাম, পাথুম নিসাঙ্কা, নিশান মাদুশকা, থিসান ভিথুশান ও নিসালা থারাকা।