Image

আবারও অধিনায়ক তামিম ইকবালে আস্থা ফরচুন বরিশালের

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 22 ঘন্টা আগেআপডেট: 1 সেকেন্ড আগে
আবারও অধিনায়ক তামিম ইকবালে আস্থা ফরচুন বরিশালের

আবারও অধিনায়ক তামিম ইকবালে আস্থা ফরচুন বরিশালের

আবারও অধিনায়ক তামিম ইকবালে আস্থা ফরচুন বরিশালের

বিপিএল (বাংলাদেশ প্রিমিয়ার লিগ) এর ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল। গেল আসরে ফ্র্যাঞ্চাইজিটিকে চ্যাম্পিয়ন করেছিলেন তামিম ইকবাল। এবারও তামিম ইকবালেই আস্থা দলটির। 

ফরচুন বরিশাল তাঁদের মিডিয়া হোয়াটসঅ্যাপ গ্রুপে নিশ্চিত করেছে তামিম ইকবালই তাঁদের অধিনায়ক। 

২০২৫ বিপিএলে ফরচুন বরিশাল স্কোয়াড- 

বাংলাদেশি ক্রিকেটার-তামিম ইকবাল (অধিনায়ক), মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, নাজমুল হোসেন শান্ত, তাইজুল ইসলাম, নাইম হাসান, তাওহীদ হৃদয়, এবাদত হোসেন, রিশাদ হোসেন, রিপন মন্ডল, আরিফুল ইসলাম, তানভীর ইসলাম, শহিদুল ইসলাম, প্রীতম কুমার। 

ওভারসিজ ক্রিকেটার-ডেভিড মালান, মোহাম্মদ নবি, কাইল মায়ের্স, ফাহিম আশরাফ, জাহানদাদ খান, মোহাম্মদ আলি, জেমস ফুলার, পাথুম নিসাঙ্কা, মুহাম্মদ ইমরান, শাহীন শাহ আফ্রিদি। 

টিম অফিশিয়াল- 

সাব্বির খান শাফিন- সিইও ও টিম ম্যানেজার
মিজানুর রহমান বাবুল- প্রধান কোচ
নাফিস ইকবাল- ব্যাটিং কোচ
হুমায়ুন কবির- অ্যাসিস্ট্যান্ট কোচ
শাহীন হোসেন- ফিল্ডিং কোচ
বায়েজিদুল ইসলাম খান- ফিজিওথেরাপিস্ট
তুষার কান্তি হাওলাদার- ট্রেনার
বিকাশ সার্মা- অ্যাসিস্ট্যান্ট ট্রেনার
অক্ষয় হিরেমাথ- পারফরম্যান্স অ্যানালিস্ট
হাফিজুর রহমান বাবু- লজিস্টিক ম্যানেজার
সেকান্দার আলি- মিডিয়া ম্যানেজার
সাজিদ উদ্দিন ইসমাইল- সিকিউরিটি লিয়াজো অফিসার।   

Details Bottom
Details ad One
Details Two
Details Three