তাইজুলের ফাইফারে চট্টগ্রামে সেরা সেশন বাংলাদেশের
-
1
আফগানদের কাছে বড় ব্যবধানে হারল বাংলাদেশের যুবারা
-
2
আয়ারল্যান্ড সিরিজে জয়ের প্রত্যাবর্তন, শান্তর নেতৃত্বে টেস্ট দল ঘোষণা
-
3
জন্মদিনে এক নজরে কোহলির অবিশ্বাস্য রেকর্ড
-
4
অকল্যান্ডে ৭ রানে জয়, নিউজিল্যান্ডের মাটিতে ক্যারিবীয় উল্লাস
-
5
নতুন রূপে বিপিএলঃ চট্টগ্রাম, রাজশাহী ও সিলেট ফ্র্যাঞ্চাইজির নাম পরিবর্তন
তাইজুলের ফাইফারে চট্টগ্রামে সেরা সেশন বাংলাদেশের
তাইজুলের ফাইফারে চট্টগ্রামে সেরা সেশন বাংলাদেশের
তাইজুল ইসলাম একাই যেন বাংলাদেশ দল। আগের দিন দুই উইকেট নেওয়া তাইজুল আজ সকালের সেশনেও একা নিয়েছেন দক্ষিণ আফ্রিকার আরও ৩ উইকেট। ২ উইকেটে ৩৮৬ থেকে ৩৯১/৫। পাঁচ রান করতেই নেই ৩ উইকেট, আর তাতেই তাইজুলের দখলে আরও এক ফাইফার। দক্ষিণ আফ্রিকার হারানো ৫ উইকেটের সবক'টিই নিলেন তাইজুল।
নতুন দিনে অবশেষে একটি স্বস্তির সেশন কাটল বাংলাদেশের। আজ প্রথম সেশনে খেলা হয়েছে ২৯ ওভার। ৩ উইকেটের বিপরীতে রান উঠেছে ১০৬। এই সেশনের পুরোটা সময়েই চলেছে তাইজুল ইসলামের দাপট। লাঞ্চ বিরতিতে যাওয়ার আগে দক্ষিণ আফ্রিকার রান ৫ উইকেটে ৪১৩।
চট্টগ্রাম টেস্টে জোড়া সেঞ্চুরিতে প্রথম দিন ছিল দক্ষিণ আফ্রিকার। ২ উইকেটে ৩০৭ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করা প্রোটিয়ারা আগ্রাসী ব্যাটিংয়ে চেয়েছিল সংগ্রহটা দ্রুত বড় করতে। কিন্তু তাইজুল ইসলামের স্পিন ঘূর্ণির সামনে রীতিমতো বিপর্যস্ত দক্ষিণ আফ্রিকার মিডল অর্ডার। পরপর ৩ ওভারে তাইজুলের শিকার ডেভিড বেডিংহাম, টনি ডি জর্জি ও কাইল ভেরেইনা।
এদিন তাইজুল উইকেট উদযাপনের শুরুটা করেন ডেভিড বেডিংহামকে বোল্ড করে। আগের বলে ছক্কা হজম করে পরের বলেই ছিনিয়ে নেন উইকেট। অনেকটা হতাশ হয়েই ব্যক্তিগত ৫৯ রানে প্যাভিলিয়নে ফেরত যান বেডিংহাম। আগেরদিন নিজের টেস্ট ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরির দেখা পাওয়া ডি জর্জি দেড়শতক হাঁকিয়ে সাবলীল ব্যাটিংয়ে ছুটছিলেন ডাবলের দিকে। কিন্তু তাইজুল তাকে বেশিদূর আর এগোতে দেননি। লেগ বিফোরের ফাঁদে ফেলেন ১৭৭ রানে থাকা জর্জিকে। রিভিউ নিয়েও উইকেট বাঁচাতে পারেননি ক্যারিয়ার সেরা ইনিংস খেলা ওপেনার টনি জর্জি।
ঢাকা টেস্টে অনবদ্য সেঞ্চুরি হাঁকিয়ে দক্ষিণ আফ্রিকার জয়ের নায়ক কাইল ভেরেইনা তাইজুলের ঘূর্ণির মায়াজালে আটকে গিয়ে সাগরিকায় একটি রানও করতে পারেননি। ভেরেইনাকে ডাকের স্বাদ দিয়ে তাইজুল পূর্ণ করেন ফাইফার। যা টেস্টে তার পাওয়া ১৪তম পাঁচ উইকেট। ব্যাক টু ব্যাক টেস্টে তাইজুলের ফাইফার, ব্যবধান কমালেন সাকিব আল হাসানের (১৯ ফাইফার) সাথে। ঢাকা টেস্টের দুই ইনিংস মিলিয়ে তাইজুল পেয়েছিলেন মোট ৮ উইকেট। আর চট্টগ্রামে এখন পর্যন্ত বাংলাদেশের পাওয়া পাঁচ উইকেটের সবক'টিই যায় তাইজুলের পকেটে।
এরপর অবশ্য রায়ান রিকেল্ট ও উইয়ান মুল্ডার জুটি চোখ রাঙিয়েছে বাংলাদেশকে। ১১ রানে অপরাজিত রিকেল্টন, তাকে সঙ্গ দেওয়া মুল্ডারের রান ১২। ৫ উইকেট হারানো দক্ষিণ আফ্রিকা ৪১৩ রান নিয়ে গেল দ্বিতীয় দিনের মধ্যাহ্নভোজ বিরতিতে।
