শ্রীলঙ্কায় অধিনায়ক হয়ে যাচ্ছেন স্টিভ স্মিথ
-
1
আমাদের আয় দর্শকের টিকিট নয়, স্পন্সর ও আইসিসি থেকে আসে- মিরাজের বাস্তবতার আভাস
-
2
বিসিএসএ ব্লাস্ট উপলক্ষে বনানীতে রাজশাহী ওয়ারিয়র্সের জার্সি উন্মোচন
-
3
বিসিএসএ ব্লাস্ট উপলক্ষে ইউনাইটেড কিংস ঢাকার জার্সি উন্মোচন
-
4
কোয়াবের অবস্থান পুনর্বিবেচনা, শর্তসাপেক্ষে মাঠে ফেরার ঘোষণা
-
5
ক্রিকেটারদের নিয়ে বিতর্কিত মন্তব্য, বিসিবির কারণ দর্শানোর নোটিশ নাজমুল ইসলামকে
শ্রীলঙ্কায় অধিনায়ক হয়ে যাচ্ছেন স্টিভ স্মিথ
শ্রীলঙ্কায় অধিনায়ক হয়ে যাচ্ছেন স্টিভ স্মিথ
শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজের জন্য দল ঘোষণা করেছে অস্ট্রেলিয়া। এই দলে সবচেয়ে বড় চমক স্টিভ স্মিথের অধিনায়কত্ব। স্যান্ডপেপার কাণ্ডের পর অস্ট্রেলিয়ার অধিনায়কত্ব হারিয়েছিলেন তিনি, হয়েছিলেন নিষিদ্ধও। সেই স্টিভ স্মিথকেই আবার ফেরানো হয়েছে অস্ট্রেলিয়ার অধিনায়কত্বে।
সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকতে এই সিরিজ থেকে সরে দাঁড়িয়েছেন অজি অধিনায়ক প্যাট কামিন্স। এই সিরিজকে সামনে রেখে নিয়মিত একাদশের বেশ কয়েকজন ক্রিকেটারকে বিশ্রাম দিয়েছে অস্ট্রেলিয়া, যেমন স্কট বোল্যান্ড, জশ হ্যাজেলউড ও মিচেল মার্শ। দলে ফিরেছেন ভারতের বিপক্ষে শেষ দুই টেস্টে বাদ পড়া নাথান ম্যাকসোয়েনি।
অস্ট্রেলিয়ার প্রধান নির্বাচক জর্জ বেইলি বলছেন, "শ্রীলঙ্কা সফর বরাবরই চ্যালেঞ্জিং। তরুণ ক্রিকেটাররা নতুন একটি কন্ডিশনে খেলে অনেক কিছুই শিখতে পারবে। টেস্ট ক্যারিয়ারে একটা ভালো অভিজ্ঞতা হবে তাদের। আমরা মাঠের কন্ডিশনের উপর নির্ভর করেই একাদশ সাজাবো।"
ভারতকে ৩-১ ব্যবধানে হারিয়ে এরই মাঝে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল নিশ্চিত করেছে অস্ট্রেলিয়া। শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজটা তাই শুধুই নিয়ম রক্ষার। ২৯ জানুয়ারি গলে শুরু হবে প্রথম টেস্ট।
অস্ট্রেলিয়া স্কোয়াড–
স্টিভ স্মিথ (অধিনায়ক), উসমান খাজা, স্যাম কনস্টাস, মারনাস লাবুশেইন, ট্রাভিস হেড, অ্যালেক্স ক্যারি, জন ইংলিস, নাথান ম্যাকসোয়েনি, বেউ ওয়েবস্টার, নাথান লায়ন, মিচেল স্টার্ক, কুপার কনোলি, টড মারফি, ম্যাট কুনেমান, শন অ্যাবট।
