Image

বাংলাদেশের সাবেক ব্যাটিং কোচ এবার শ্রীলঙ্কার দায়িত্বে

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 1 সপ্তাহ আগেআপডেট: 1 সেকেন্ড আগে
বাংলাদেশের সাবেক ব্যাটিং কোচ এবার শ্রীলঙ্কার দায়িত্বে

বাংলাদেশের সাবেক ব্যাটিং কোচ এবার শ্রীলঙ্কার দায়িত্বে

বাংলাদেশের সাবেক ব্যাটিং কোচ এবার শ্রীলঙ্কার দায়িত্বে

শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি) স্বল্পমেয়াদে জাতীয় দলের পরামর্শক কোচ হিসেবে সাবেক দক্ষিণ আফ্রিকান ব্যাটসম্যান নিল ম্যাকেঞ্জিকে নিয়োগ দিয়েছে। ২ সপ্তাহের মধ্যে শুরু হতে যাওয়া টেস্ট সিরিজের প্রস্তুতি হিসেবে শ্রীলঙ্কা ইতিমধ্যে কিছু খেলোয়াড়কে দক্ষিণ আফ্রিকায় পাঠিয়েছে। শ্রীলঙ্কার খেলোয়াড়দের সাথে মাত্র এক সপ্তাহের জন্য কাজ করবেন ম্যাকেঞ্জি। 

প্রোটিয়াদের বিপক্ষে দুই টেস্টের গুরুত্বপূর্ণ সিরিজের আগে দক্ষিণ আফ্রিকার সাবেক ব্যাটসম্যান নিল ম্যাকেঞ্জিকে পরামর্শক কোচ হিসেবে নিয়োগ দিয়েছে শ্রীলঙ্কা। ম্যাকেঞ্জি বর্তমানে অবস্থান করছেন নিজ দেশ দক্ষিণ আফ্রিকায়। সদ্য নিয়োগ পাওয়া ম্যাকেঞ্জি আসন্ন এই সিরিজের জন্য লঙ্কানদের প্রস্তুত করতে সাহায্য করবেন। সেখানকার কন্ডিশন এবং কীভাবে প্রোটিয়াদের বিরুদ্ধে খেলতে হবে সে সম্পর্কে সঠিক ধারণা দেবেন। 

দক্ষিণ আফ্রিকার হাই পারফরম্যান্স ব্যাটিং কোচ হিসেবে কাজ করেছেন ম্যাকেঞ্জি। বাংলাদেশের ব্যাটিং কোচ হওয়ার আগে বছরখানেক দক্ষিণ আফ্রিকা দলেও একই ভূমিকা পালন করেছেন। ২০১৮ সালে সাদা বলের ক্রিকেটের ব্যাটিং উপদেষ্টা হিসেবে ম্যাকেঞ্জিকে নিয়োগ দিয়েছিল বিসিবি।

৪২ বছর বয়সী ম্যাকেঞ্জির আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক ২০০০ সালে। ৫৮ টেস্টে ৩ হাজার ২৫৩ এবং ৬৪ ওয়ানডেতে এক হাজার ৬৮৮ রানের মালিক ম্যাকেঞ্জি দারুণ এক রেকর্ডের অংশীদার। ২০০৮ সালে বাংলাদেশের বিপক্ষে চট্টগ্রামে গ্রায়েম স্মিথের সঙ্গে ৪১৫ রানের জুটি গড়েছিলেন। টেস্ট ক্রিকেটে এটাই রেকর্ড উদ্বোধনী জুটি। সেই রেকর্ডের জন্ম দেওয়া তারকাকে পাচ্ছেন লঙ্কানরা। 

দুই ম্যাচের টেস্টের আগে প্রাক-সিরিজ ক্যাম্পে অংশ নিতে গতকাল রাতে দক্ষিণ আফ্রিকার উদ্দেশ্যে রওনা হয়েছেন ধনঞ্জয়া ডি সিলভা, দিমুথ করুনারত্নে, অ্যাঞ্জেলো ম্যাথুস. দিনেশ চান্দিমাল. লাহিরু কুমারা, প্রবাথ জয়সুরিয়া, কাসুন রাজিথা, লাসিথ এমবুলদেনিয়ারা। দুই টেস্টের সিরিজ শুরু হবে ২৭ নভেম্বর, দ্বিতীয় ম্যাচ মাঠে গড়াবে ৫ ডিসেম্বর থেকে।

Details Bottom
Details ad One
Details Two
Details Three