Image

মেন্ডিসের ব্যাটে ঐতিহাসিক সিরিজ জিতল শ্রীলঙ্কা

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 1 দিন আগেআপডেট: 1 সেকেন্ড আগে
মেন্ডিসের ব্যাটে ঐতিহাসিক সিরিজ জিতল শ্রীলঙ্কা

মেন্ডিসের ব্যাটে ঐতিহাসিক সিরিজ জিতল শ্রীলঙ্কা

মেন্ডিসের ব্যাটে ঐতিহাসিক সিরিজ জিতল শ্রীলঙ্কা

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে নিউজিল্যান্ডকে ৩ উইকেটে হারিয়ে ১ ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতে নিয়েছে শ্রীলঙ্কা। এর ফলে কিউইদের ১৪ বছর পর সিরিজ হারানোর স্বাদ পেল লঙ্কানরা। নিউজিল্যান্ডকে ২০৯ রানে অলআউট করে ১ ওভার হাতে রেখে ৭ উইকেট হারিয়ে জয় তুলে নিয়েছে লঙ্কানরা।

রবিবার দ্বিতীয় ওয়ানডেতে পাল্লেকেলে স্টেডিয়ামে টসে হেরে নিউজিল্যান্ড ব্যাটিংয়ে নামলে লঙ্কান স্পিনার দুনিথ ওয়েল্লালাগের বলে ৪ রান করে বোল্ড হন কিউই ওপেনার টিম রবিনসন। ৮ রান করে বোল্ড হন হেনরি নিকোলস। তারপর ৯ ওভার পরেই শুরু হয় বৃষ্টি।

বৃষ্টি থামলে আবারো ব্যাটিংয়ে নামে নিউজিল্যান্ড। তবে দ্বিতীয় দফায় আবারো শুরু হয় বৃষ্টি। পরে ওভার কমিয়ে ৪৭ এ নামিয়ে আনা হয়। মার্ক চাপম্যান এবং মিচেল হেই গড়েন ৭৫ রানের জুটি। দলের হয়ে সর্বোচ্চ ৮১ বলে ৭৬ রান করে আউট হন চাপম্যান। শেষ দিকের উইকেট গুলো দ্রুতই তুলে নেয় লঙ্কানরা। মিচেল হেই ৪৯ রানে আউট হলে ৪৫.১ ওভারে ২০৯ রানে গুটিয়ে যায় কিউইরা। 

লঙ্কান বোলারদের মধ্যে ৩টি করে উইকেট নেন মাহেশ থিকশানা ও জেফরি ভেন্ডারসি। ২ উইকেট নেন আসিথা ফার্নান্দো। ১টি করে উইকেট নেন দুনিথ ওয়েল্লালাগে ও চারিথ আসালাঙ্কা। 

লক্ষ্য তাড়া করতে নেমে ধীরে সুস্থে এগোতে থাকে শ্রীলঙ্কা। ৫ রান করে আভিস্কা ফার্নান্দো আউট হওয়ার পর পাথুম নিসাঙ্কা আউট হন ২৮ রানে। ব্রেসওয়েলের জোড়া আঘাতে নিয়মিত বিরতিতে উইকেট হারালেও এক প্রান্ত আগলে রেখেছিল কুশল মেন্ডিস।

চারিথ আসালাঙ্কা,জানিথ লিয়ানাগে,দুনিথ ওয়েল্লালাগে, মাহেশ থিকশানা সবার সাথেই ছোট ছোট জুটি গড়ে দলকে জয়ের দিকে এগিয়ে নেন কুশল মেন্ডিস। শেষ পর্যন্ত ১০২ বলে ৭৪ রানের অপরাজিত ইনিংস খেলে ৬ বল ও ৩ উইকেট হাতে রেখে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন তিনি। নিউজিল্যান্ডের হয়ে একাই ৪ উইকেট নেন মাইকেল ব্রাসওয়েল। ম্যাচ সেরা হন কুশল মেন্ডিস

Details Bottom
Details ad One
Details Two
Details Three