Image

ওয়ার্ন-মুরালি টেস্ট সিরিজের জন্য শ্রীলঙ্কার স্কোয়াড ঘোষণা

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 13 ঘন্টা আগেআপডেট: 1 সেকেন্ড আগে
ওয়ার্ন-মুরালি টেস্ট সিরিজের জন্য শ্রীলঙ্কার স্কোয়াড ঘোষণা

ওয়ার্ন-মুরালি টেস্ট সিরিজের জন্য শ্রীলঙ্কার স্কোয়াড ঘোষণা

ওয়ার্ন-মুরালি টেস্ট সিরিজের জন্য শ্রীলঙ্কার স্কোয়াড ঘোষণা

শ্রীলঙ্কা অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের শেষ সিরিজের জন্য ১৮ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে।

ধনঞ্জয়া ডি সিলভা, কামিন্দু মেন্ডিস এবং পাথুম নিসাঙ্কা স্কোয়াডে অন্তর্ভুক্ত হয়েছেন। এই তিনজন মূল খেলোয়াড়েরই ইনজুরির কারণে খেলা নিয়ে শঙ্কা ছিল, তবে তারা বর্তমান বিশ্ব টেস্ট চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার বিপক্ষে ঘরের মাটিতে এই সিরিজে অংশ নেবেন।

নিসাঙ্কার গ্রোইন ইনজুরি এখনও সম্পূর্ণ সেরে ওঠেনি, তাই তার খেলতে পারার সম্ভাবনা সবচেয়ে কম। তবে শ্রীলঙ্কার নির্বাচকরা এই সম্ভাব্য সমস্যা সমাধানে ১৮ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে। প্রথম টেস্ট শুরু হতে আর মাত্র পাঁচ দিন বাকি।

লাহিরু উদারা এবং সোনাল দিনুশা স্কোয়াডের দুই অনভিজ্ঞ খেলোয়াড় (আনক্যাপড), যারা টেস্ট অভিষেক করার সুযোগ পেতে পারেন।

‘ওয়ার্ন-মুরালি টেস্ট সিরিজ’-এর উভয় ম্যাচ গলে অনুষ্ঠিত হবে। এই ম্যাচগুলো আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ ২০২৩-২৫ এর শেষ দুই ম্যাচ। ইতোমধ্যে অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আফ্রিকা চ্যাম্পিয়নশিপের ফাইনালে তাদের স্থান নিশ্চিত করেছে।

শ্রীলঙ্কা বর্তমানে পয়েন্ট টেবিলের পঞ্চম স্থানে রয়েছে, ইংল্যান্ডের এক ধাপ উপরে। একটি সফল সিরিজ উপহার দিতে পারলে তারা নিউজিল্যান্ডকে অতিক্রম করতে পারে এবং এমনকি ভারতের চেয়েও উপরে উঠে যেতে পারে।

অস্ট্রেলিয়া অধিনায়ক প্যাট কামিন্স এই সফর থেকে বাদ পড়েছেন গোড়ালির ইনজুরির কারণে। তবে ব্যাটার স্টিভ স্মিথ দলে অন্তর্ভুক্ত হয়েছেন এবং তিনিই অধিনায়কের দায়িত্ব পালন করবেন। বিগ ব্যাশ চলাকালীন কনুইয়ের চোট গুরুতর মনে হলেও তিনি শ্রীলঙ্কা সফর এবং পরবর্তী চ্যাম্পিয়ন্স ট্রফি অভিযানের জন্য প্রস্তুত।

অস্ট্রেলিয়ার বিপক্ষে শ্রীলঙ্কার টেস্ট স্কোয়াড:

ধনঞ্জয়া ডি সিলভা (অধিনায়ক), দিমুথ করুণারত্নে, পাথুম নিসাঙ্কা, ওশাদা ফার্নান্দো, লাহিরু উদারা, দিনেশ চান্দিমাল, অ্যাঞ্জেলো ম্যাথুস, কামিন্দু মেন্ডিস, কুশল মেন্ডিস, সাদিরা সামারাবিক্রমা, সোনাল দিনুশা, প্রভাত জয়াসুরিয়া, জেফরি ভান্ডারসে, নিশান পীরিস, আসিথা ফার্নান্দো, বিশ্ব ফার্নান্দো, লাহিরু কুমারা, মিলান রত্নায়েকে।

ওয়ার্ন-মুরালি সিরিজের সূচি:

১ম টেস্ট: ২৯ জানুয়ারি – ২ ফেব্রুয়ারি ২০২৫, গল
২য় টেস্ট: ৬ – ১০ ফেব্রুয়ারি ২০২৫, গল

১ম ওয়ানডে: ১২ ফেব্রুয়ারি ২০২৫, গল
২য় ওয়ানডে: ১৪ ফেব্রুয়ারি ২০২৫, স্থান নির্ধারণ বাকি।

Details Bottom
Details ad One
Details Two
Details Three