আচরণবিধি লঙ্ঘনের দায়ে শাস্তি পেয়েছেন জেরাল্ড কোয়েটজি
আচরণবিধি লঙ্ঘনের দায়ে শাস্তি পেয়েছেন জেরাল্ড কোয়েটজি
আচরণবিধি লঙ্ঘনের দায়ে শাস্তি পেয়েছেন জেরাল্ড কোয়েটজি
আচরণবিধি লংঘনের কারণে শাস্তি পেয়েছেন দক্ষিণ আফ্রিকা পেসার জেরাল্ড কোয়েটজি। ভারতের বিপক্ষে চতুর্থ টি-টোয়েন্টিতে আম্পায়ারের সিদ্ধান্ত না মানায় এবং আম্পায়ারকে উদ্দেশ্য করে কিছু বলায় একটি ডিমেরিট পয়েন্ট দেয়া হয়েছে কোয়েটজিকে।
ঘটনাটি ঘটেছিল যখন কোয়েটজির একটি বলে আম্পায়ার ওয়াইডের সিদ্ধান্ত দেয়। সেই সিদ্ধান্তে সাথে সাথেই বিরোধিতা করেন কোয়েটজি। এবং আম্পায়ারের দিকে নির্দেশ করে অনুপযুক্ত মন্তব্য করেন। যা আইসিসি কোডের ২.৮ ধারা লঙ্ঘন করে। এই ধারাটি আন্তর্জাতিক ম্যাচের সময় একজন আম্পায়ারের সিদ্ধান্তে ভিন্নমত প্রদর্শন সম্পর্কিত। অপরাধ স্বীকার করে শাস্তি মেনে নিয়েছেন কোয়েটজি।
এদিকে একই দিনে নেদারল্যান্ডস অধিনায়ক স্কট এডওয়ার্ডস ও ওমানের সুফিয়ান মাহমুদ আইসিসির আচরণবিধি ভাঙার দায়ে শাস্তি পেয়েছেন। ব্যাটার স্কট এডওয়ার্ডস আম্পায়ারের এলবিডব্লিউর সিদ্ধান্তের বিরোধীতা করেন। আউট দেওয়ার পর আম্পায়ারকে ব্যাট দেখান। এজন্য এডওয়ার্ডসকে দেয়া হয়েছে দুটি ডিমেরিট পয়েন্ট। সাথে ম্যাচ ফির ১০ শতাংশ জরিমানা করা হয়েছে তাকে।
অন্যদিকে একই ম্যাচে ওমানের সুফিয়ান ডাচ ব্যাটার তেজা নিদামানুরুকে আউট করার পর তার সামনে গিয়ে ড্রেসিংরুমে চলে যেতে বলেন। এজন্য একটি ডিমেরিট পয়েন্টের সাথে ম্যাচ ফির ১০ শতাংশ জরিমানা দিতে হয়েছে তাকে।
উভয় খেলোয়াড়ই তাদের অপরাধ স্বীকার করেছেন। তাই আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন পড়েনি। আইসিসি প্যানেলের ম্যাচ কর্মকর্তাদের দ্বারা অভিযোগগুলি লেভেল ১ এর আচরণবিধি লঙ্ঘনের জন্য শাস্তির সাথে সংযুক্ত করা হয়েছিল।