হাসান মাহমুদের হাসিতে বাংলাদেশের মুক্তি
হাসান মাহমুদের হাসিতে বাংলাদেশের মুক্তি
হাসান মাহমুদের হাসিতে বাংলাদেশের মুক্তি
প্রথম ইনিংসে বাংলাদেশের ১০৬ রানের জবাবে গতকাল দক্ষিণ আফ্রিকা প্রথম দিনের খেলা শেষ করেছে ৬ উইকেটে ১৪০ রান নিয়ে। নতুন দিনে আরও এক সেশনের শুরুতে প্রোটিয়াদের আধিপত্য। তিন ক্যাচ মিসের সেশনে হাসান মাহমুদের জোড়া শিকার। হতাশা কাটিয়ে একটু হলেও স্বস্তি মিলে বাংলাদেশের। তবে চোখ রাঙিয়ে লাঞ্চে গেলেন কাইল ভেরেইনা। নিজে ছুটছেন সেঞ্চুরির দিকে, বাড়িয়ে যাচ্ছেন দলের লিড।
দক্ষিণ আফ্রিকাকে যত দ্রুত সম্ভব অলআউট করতে পারলে লিডটা বেশি বড় হবে না। দ্বিতীয় সেশনে এ লক্ষ্য নিয়েই বল করতে হবে বাংলাদেশের বোলারদের। মধ্যাহ্নভোজ বিরতির আগে ৮ উইকেটে ২৪৩ রান তুলেছে সফরকারী দল। হাতে ২ উইকেট রেখে তাদের লিড ১৩৭ রানের। কাইল ভেরেইনা অপরাজিত ৭৭ রানে, তার সঙ্গী ড্যান পিটের ব্যাটে ৬।
মিরপুরের সকালে উৎসবের উপলক্ষ আসলেও মুমিনুল হকের ক্যাচ মিসে বাংলাদেশ প্রথম ঘন্টায় থাকে উইকেটশূন্য। টেস্টের প্রথম দিন বাংলাদেশকে ১০৬ রানে থামিয়ে প্রথম ইনিংসে বেশ স্বাচ্ছন্দ্যে ব্যাট করে দক্ষিণ আফ্রিকা। আগের দিন খেলা শেষের আগে ৪১ ওভারে প্রোটিয়াদের সংগ্রহ ছিল ৬ উইকেটে ১৪০ রান।
আজ সকালের প্রথম ঘন্টায় কোনোপ্রকার সুযোগই পায়নি বাংলাদেশের বোলাররা। তবে ব্যক্তিগত ৪৭ রানে উইয়ান মুল্ডার শর্ট লেগে ক্যাচ তুলেও বেঁচে যান। শর্ট লেগে মুল্ডারের ক্যাচ মিস করেছেন মুমিনুল। এরপর অবশ্য ক্যারিয়ারের প্রথম ফিফটি পেতে ভুল করেননি মুল্ডার।
Hasan Mahmud is on a hat-trick#BANvSA #SAvBAN pic.twitter.com/YLtLT6Rhbk
— Cricket97 (@cricket97bd) October 22, 2024
ইনিংসের ৬৫তম ওভারে হাসান মাহমুদের কল্যাণে গুরুত্বপূর্ণ ব্রেকথ্রু পায় বাংলাদেশ। ৫৪ রানে থাকা মুল্ডারকে সাদমানের হাতে ক্যাচ বানিয়ে পরের বলে ভাঙেন কেশব মহারাজের উইকেট। হ্যাটট্রিকের সুযোগ তৈরি করেও পারেননি হাসান। তবে বাংলাদেশকে সকালের সেশনে এনে দিয়েছেন স্বস্তি।