রাকিবুলের ৭ উইকেটে ধ্বংসস্তূপ দক্ষিণ আফ্রিকা
- 1
মোহাম্মদ নাইমের কারণে সাকিবকে আর বল দেননি আফ্রিদি
- 2
গ্লোবাল সুপার লিগের সূচি প্রকাশ, রংপুর রাইডার্সের ম্যাচ কার সাথে কবে, কখন
- 3
ওয়েস্ট ইন্ডিজকে ১২৪ রানে হারিয়ে ইতিহাস গড়ল আয়ারল্যান্ড
- 4
বাবর-শাহীনদের ছাড়া বাংলাদেশের বিপক্ষে পাকিস্তানের ১৬ সদস্যের স্কোয়াড ঘোষণা
- 5
বৃষ্টি ভেজা দিনে নাইম-সাইফের রান উৎসব, বিজয়ের আছে আফসোস

রাকিবুলের ৭ উইকেটে ধ্বংসস্তূপ দক্ষিণ আফ্রিকা
রাকিবুলের ৭ উইকেটে ধ্বংসস্তূপ দক্ষিণ আফ্রিকা
চট্টগ্রামে প্রথম চার দিনের ম্যাচের তৃতীয় দিনে দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দলকে ধ্বংসস্তূপ বানিয়ে দেন বাংলাদেশের বাঁহাতি স্পিনার রাকিবুল হাসান। ৩১.৪ ওভার বল করা রাকিবুল ৬৪ রান খরচায় শিকার করেন প্রোটিয়াদের ৭ উইকেট।
চট্টগ্রামে প্রথম চার দিনের ম্যাচের দ্বিতীয় দিনে বাংলাদেশ ইমার্জিং অলআউট হয় ৩০৮ রানে। দক্ষিণ আফ্রিকা ইমার্জিং তাদের প্রথম ইনিংসে করতে পারে ২৪৩ রান। একাই ৭ উইকেট নিয়ে দক্ষিণ আফ্রিকার ব্যাটিং বিপর্যস্ত করে দেন স্পিনার রাকিবুল হাসান।
৩১.৪-১০-৬৪-৭ এই বোলিং ফিগারই বলে দেয় রাকিবুলের সামনে কতটা অসহায় ছিল দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দল। ৩ উইকেটে ১৪৯ রান নিয়ে খেলা শুরু করে দক্ষিণ আফ্রিকা আজ একশ রানও যোগ করতে পারেনি। এদিন প্রোটিয়াদের হারানো ৭ উইকেটের ৬টিই নেন রাকিবুল। বাকি এক উইকেট শিকার করেন মইন খান।
আগের দিন শেষ বিকেলে ১৫ ওভার বল করা রাকিবুলের নামের পাশে ছিল কেবল ১ উইকেট। আজ সাগরিকায় নেমে একে একে রাকিবুল দখলে নেন আরও ৬ উইকেট।
প্রথম ইনিংসে দক্ষিণ আফ্রিকা ২৪৩ রানে অলআউট হলে ৬৫ রানের লিড পায় বাংলাদেশ ইমার্জিং দল। নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে স্কোরবোর্ডে ৫ রান আসতেই ২ উইকেট হারিয়ে ফেলে স্বাগতিকরা। প্রথম ইনিংসের সেঞ্চুরি পাওয়া ওপেনার আশিকুর রহমান শিবলি এবার আউট হয়েছেন কেবল ১ রানে। আরেক ওপেনার চৌধুরী মোহাম্মদ রিজওয়ান করেন ৪ রান।