রাকিবুলের ৭ উইকেটে ধ্বংসস্তূপ দক্ষিণ আফ্রিকা
- 
                        
                            1
                            
ভারতীয় নারীদের বিশ্বকাপ জয়ের সাথে রেকর্ড পরিমাণ পুরস্কার
 - 
                        
                            2
                            
নারী ক্রিকেট বিশ্বকাপে ভারতের স্বপ্নপূরণ
 - 
                        
                            3
                            
গুরবাজ-জাদরানের ঝড়ে জিম্বাবুয়েকে ক্লিন সুইপ করল আফগানিস্তান
 - 
                        
                            4
                            
ওয়াশিংটনের বিস্ফোরণ, হোবার্টে ভারতের দাপুটে প্রত্যাবর্তন
 - 
                        
                            5
                            
হঠাৎ উধাও ভারতীয় লিগের আয়োজকেরা, বিপাকে গেইল-পেরেরা, অংশ নেয়ার কথা হিল সাকিবেরও
 
                                রাকিবুলের ৭ উইকেটে ধ্বংসস্তূপ দক্ষিণ আফ্রিকা
রাকিবুলের ৭ উইকেটে ধ্বংসস্তূপ দক্ষিণ আফ্রিকা
চট্টগ্রামে প্রথম চার দিনের ম্যাচের তৃতীয় দিনে দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দলকে ধ্বংসস্তূপ বানিয়ে দেন বাংলাদেশের বাঁহাতি স্পিনার রাকিবুল হাসান। ৩১.৪ ওভার বল করা রাকিবুল ৬৪ রান খরচায় শিকার করেন প্রোটিয়াদের ৭ উইকেট।
চট্টগ্রামে প্রথম চার দিনের ম্যাচের দ্বিতীয় দিনে বাংলাদেশ ইমার্জিং অলআউট হয় ৩০৮ রানে। দক্ষিণ আফ্রিকা ইমার্জিং তাদের প্রথম ইনিংসে করতে পারে ২৪৩ রান। একাই ৭ উইকেট নিয়ে দক্ষিণ আফ্রিকার ব্যাটিং বিপর্যস্ত করে দেন স্পিনার রাকিবুল হাসান।
৩১.৪-১০-৬৪-৭ এই বোলিং ফিগারই বলে দেয় রাকিবুলের সামনে কতটা অসহায় ছিল দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দল। ৩ উইকেটে ১৪৯ রান নিয়ে খেলা শুরু করে দক্ষিণ আফ্রিকা আজ একশ রানও যোগ করতে পারেনি। এদিন প্রোটিয়াদের হারানো ৭ উইকেটের ৬টিই নেন রাকিবুল। বাকি এক উইকেট শিকার করেন মইন খান।
আগের দিন শেষ বিকেলে ১৫ ওভার বল করা রাকিবুলের নামের পাশে ছিল কেবল ১ উইকেট। আজ সাগরিকায় নেমে একে একে রাকিবুল দখলে নেন আরও ৬ উইকেট।
প্রথম ইনিংসে দক্ষিণ আফ্রিকা ২৪৩ রানে অলআউট হলে ৬৫ রানের লিড পায় বাংলাদেশ ইমার্জিং দল। নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে স্কোরবোর্ডে ৫ রান আসতেই ২ উইকেট হারিয়ে ফেলে স্বাগতিকরা। প্রথম ইনিংসের সেঞ্চুরি পাওয়া ওপেনার আশিকুর রহমান শিবলি এবার আউট হয়েছেন কেবল ১ রানে। আরেক ওপেনার চৌধুরী মোহাম্মদ রিজওয়ান করেন ৪ রান।
