জিম্বাবুয়ে সিরিজে নেই মুশতাক, বাংলাদেশের স্পিন বোলিং কোচ সোহেল ইসলাম

জিম্বাবুয়ে সিরিজে নেই মুশতাক, বাংলাদেশের স্পিন বোলিং কোচ সোহেল ইসলাম
জিম্বাবুয়ে সিরিজে নেই মুশতাক, বাংলাদেশের স্পিন বোলিং কোচ সোহেল ইসলাম
জিম্বাবুয়ের বিপক্ষে দুই ম্যাচের সিরিজে বাংলাদেশ দলের স্পিন কোচের দায়িত্ব পেলেন অভিজ্ঞ সোহেল ইসলাম। পাকিস্তানের লেগ স্পিন গ্রেট মুশতাক আহমেদকে আসন্ন এই সিরিজে প্রয়োজন মনে করেনি বিসিবি, তাই স্থানীয় কোচের কাঁধে তুলে দেওয়া হল মিরাজ-তাইজুলদের দায়িত্ব।
বিসিবির সঙ্গে চুক্তিবদ্ধ থাকলেও পাকিস্তানের কিংবদন্তি কোচ মুশতাক আহমেদ থাকছেন না আসন্ন হোম সিরিজে। ফলে বিকল্প ভাবতে হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে। জিম্বাবুয়ে সিরিজে বাংলাদেশের স্পিন বোলিং কোচের দায়িত্ব দেওয়া হয়েছে সোহেল ইসলামকে।
জিম্বাবুয়ে সিরিজে সোহেল ইসলাম স্পিন বোলিং কোচের দায়িত্ব পালন করবেন। এর আগে ২০২১ সালে, ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজ সিরিজে ড্যানিয়েল ভেট্টরির পরিবর্তে স্পিন বোলিং পরামর্শক হিসেবে নিয়োগ পেয়ে দায়িত্ব সামলান স্থানীয় হাইপ্রোফাইল কোচ সোহেল ইসলাম।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ২০ থেকে ২৪ এপ্রিল প্রথম টেস্টে বাংলাদেশের মুখোমুখি হবে জিম্বাবুয়ে, দ্বিতীয় ম্যাচটি ২৮ এপ্রিল থেকে ২ মে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে।
জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টেস্টের বাংলাদেশ দল-
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মাহমুদুল হাসান জয়, সাদমান ইসলাম, জাকির হাসান, মুমিনুল হক, মুশফিকুর রহিম, মাহিদুল ইসলাম অংকন, জাকের আলি অনিক, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাহিদ রানা, হাসান মাহমুদ, খালেদ আহমেদ, তানজিম হাসান সাকিব।