Image

সাকিবের ফেরার ম্যাচে আগে বোলিংয়ে বাংলাদেশ

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 7 মাস আগেআপডেট: 1 সেকেন্ড আগে
সাকিবের ফেরার ম্যাচে আগে বোলিংয়ে বাংলাদেশ

সাকিবের ফেরার ম্যাচে আগে বোলিংয়ে বাংলাদেশ

সাকিবের ফেরার ম্যাচে আগে বোলিংয়ে বাংলাদেশ

শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজে ১–০ ব্যবধানে পিছিয়ে বাংলাদেশ। আজ থেকে চট্টগ্রামের সাগরিকায় শুরু হচ্ছে দ্বিতীয় ও শেষ টেস্ট। সিরিজ বাঁচাতে জয় ছাড়া টাইগাররা ভাবছে না কিছুই। এমন মহা গুরুত্বপূর্ণ ম্যাচে টসে বাংলাদেশের হার। লঙ্কানরা আগে নামছে ব্যাটিংয়ে। অধিনায়ক নাজমুল হোসেন শান্ত জানালেন, একাদশে দুই পরিবর্তন। সাকিব একাদশে ফেরায় জায়গা হারালেন পেসার শরিফুল ইসলাম। এক টেস্ট খেলেই বাদ নাহিদ রানা, হাসান মাহমুদের টেস্ট অভিষেক। 

এক বছর পর টেস্ট খেলার অপেক্ষায় সাকিব আল হাসান। শ্রীলঙ্কার বিপক্ষে এই ম্যাচ দিয়েই আন্তর্জাতিক ক্রিকেটে ফিরলেন। লম্বা বিরতির পর টেস্ট ক্রিকেটে ফেরাটা রাঙাতে যা যা দরকার তার সবটুকুই করতে চান সাকিব। নিজেকে প্রস্তুত করেছেন দারুণভাবে। ৩৫৮ দিন পর বাংলাদেশের জার্সিতে টেস্ট খেলতে নেমেছেন।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বাংলাদেশ সময় সকাল ১০টায় শুরু হবে ম্যাচটি। সাকিবকে একাদশে জায়গা করে দিতে বাদ গেলেন শরিফুল ইসলাম। হাসান মাহমুদ খেলছেন নাহিদ রানার জায়গায়। কেবল এক টেস্ট খেলেই পরের ম্যাচে বাদ পড়লেন তরুণ পেসার রানা। সিলেট টেস্টের একাদশে তিন পেসার থাকলেও চট্টগ্রামের উইকেটে বাংলাদেশের আস্থা দু'জনে।

সাকিব সর্বশেষ টেস্ট খেলেছিলেন অধিনায়ক হিসেবে। নতুন অধিনায়ক নাজমুল হোসেনের নেতৃত্বে এবারই প্রথম খেলতে নামছেন তিনি। সাকিব যোগ দেয়াতে অধিনায়ক শান্তর কাজগুলো হয়তো আরও সহজ হবে।

শ্রীলঙ্কার একাদশেও এসেছে পরিবর্তন। সিলেট টেস্টে ৮ উইকেট পাওয়া পেসার কাসুন রাজিথা চোটে ছিটকে যাওয়ায় এই ম্যাচে খেলছেন আসিথা ফার্নান্দো। 

বাংলাদেশ একাদশ-

মাহমুদুল হাসান জয়, জাকির হাসান, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মুমিনুল হক, সাকিব আল হাসান, লিটন দাস (উইকেটকিপার), শাহাদাত হোসেন দিপু, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, খালেদ আহমেদ ও হাসান মাহমুদ। 

শ্রীলঙ্কা একাদশ-

দিমুথ করুণারত্নে, নিশান মাদুশকা, কুশল মেন্ডিস (উইকেটকিপার), অ্যাঞ্জেলো ম্যাথুস, দিনেশ চান্দিমাল, ধনঞ্জয়া ডি সিলভা (অধিনায়ক), কামিন্দু মেন্ডিস, প্রবাথ জয়াসুরিয়া, আসিথা ফার্নান্দো লাহিরু কুমারা ও বিশ্ব ফার্নান্দো।

Details Bottom
Details ad One
Details Two
Details Three